কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ১৫ অগাস্ট, ভারতের স্বাধীনতা দিবস। এবারে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস (75th Independence Day)। সেই উপলক্ষ্যে বেশ কয়েকদিন আগে থেকেই এই বিশেষ দিনটি উদযাপন করার পরিকল্পনা এবং বিভিন্ন অনুষ্ঠান, উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। দেশের বিখ্যাত ক্রীড়বিদ, রাজনীতিবিদ, অভিনেতা, অভিনেত্রীরা সকলেই নিজের নিজের মতো করে স্বাধীনতা দিবস পালনের উদ্যোগ নিয়েছেন।
লক্ষ্মীর গান
সেইমতোই বাংলার প্রাক্তন অধিনায়ক তথা নবনিযুক্ত কোচ লক্ষ্মীরতন শুক্লও (Laxmi Ratan Shukla) এক অভিনব উপায়ে স্বাধীনতা দিবস পালন করছেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে, রবিবারই (১৪ অগাস্ট) নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন লক্ষ্মী। সেখানে বাংলার বর্তমান কোচকে তাঁর তিন সঙ্গীর সঙ্গে গান করতে দেখা যায়। লক্ষ্মীরা বিখ্যাত গান 'রঙ দে বসন্তি চোলা' গান। ভিডিওটির ক্যাপশনে লেখা, 'আ ট্রিবিউট টু আওয়ার ন্যাশনাল হিরোজ' অর্থাৎ আমাদের জাতীয় নায়কদের প্রতি শ্রদ্ধার্ঘ।
লক্ষ্মী একা নন, আরও ক্রীড়াবিদরাও ভারতের স্বাধীনতা দিবসের জন্য না না উদ্যোগে অংশগ্রহণ করছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজও এর মধ্যে সামিল। এবারের ১৫ অগাস্টকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় সরকার নানাভাবে স্বাধীনতা দিবস পালনের পরিকল্পনা করেছে। তার মধ্যেই 'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) উদ্যোগ অন্যতম। এই উদ্যোগেই এগিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পতাকা হাতে নিজের ছবি পোস্ট করলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার মিতালি রাজ (Mithali Raj)।
মিতালির বার্তা
'হর ঘর তেরঙ্গা' কেন্দ্রীয় সরকারের এমন একটি উদ্যোগ যার মাধ্যমে সরকার সকল ভারতবাসী নিজের বাড়িতে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করার পরামর্শ দিয়েছে। ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত এই উদ্যোগ চলবে। এরই মারফৎ মিতালিও নিজের বাড়িতে আজ, রবিবার (১৪ অগাস্ট) জাতীয় পতাকা উত্তোলন করলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় তেরঙ্গার সঙ্গে একাধিক ছবি দিয়ে তিনি লেখেন. 'আমাদের পতাকা আমাদের গর্ব! ভাসমান তেরঙ্গা সকল ভারতবাসীর হৃদয়েই আনন্দ ও আবেগ সঞ্চারিত করে। আমিও আজ আমার বাড়িতে তেরঙ্গা উত্তোলন করলাম।' মিতালির আপলোড করা ছবিগুলিতে মিতালি কখনও পতাকা হাতে দাঁড়িয়ে, তো কখনও আবার পতাকা লাগিয়ে স্যালুট করছেন।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার বদলালেন ধোনি, পন্থ, সৌরভরা