হোভ: সাসেক্সের (Sussex) হয়ে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এই মরসুমে স্বপ্নের ফর্মে রয়েছেন বললেও কম বলা হবে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে পাঁচটি শতরানের মধ্যে একাধিক দ্বিশতরানও ছিল। এবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ওয়ান ডে টুর্নামেন্টও চলছে পূজারার দাপট। নাগাড়ে দ্বিতীয় শতরান হাঁকিয়ে ফেললেন ভারতীয় তারকা।


নাগাড়ে দ্বিতীয় শতরান


গত ম্যাচে ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ৭৯ বলে ১০৭ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছিলেন পূজারা। এবার নিজের লিস্ট এ ক্রিকেটে কেরিয়ার সেরা ১৭৪ রান করলেন তিনি। সারের বিরুদ্ধে হোভে দুরন্ত শতরানটি করেন পূজারা। ভারতীয় তারকা যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন সাসেক্সে নয় রানে দুই উইকেট হারিয়ে ধুঁকছিল। এরপরেই টম ক্লার্ককে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন পূজারা। তৃতীয় উইকেটে দুইজনে মিলে ২০৫ রান যোগ করেন।


ক্লার্ক ১০৪ রানে আউট হলে পার্টনারশিপ ভাঙলেও পূজারা কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। মাঠ ছোট হলেও, নিজের স্ট্রোকের মাধ্যমে মাঠের চারিদিকে বল পাঠান তিনি। ১৩১ বলের পূজারার ইনিংস সাজানো ছিল ২০টি চার ও পাঁচটি ছক্কায়। সাধারণত টেস্ট বিশেষজ্ঞ হিসাবে পরিচিত পূজারার সঙ্গে ছয় হাঁকানোর সম্পর্ক দূর দূর পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে না। তবে চির প্রচারিত এই ধ্যানধারণাকে একে একে ভেঙে ফেলছেন পূজারা। ভুলে গেলে চলবে না ঘরোয়া ক্রিকেটেও পূজারা সীমিত ওভারের ম্যাচ হালে না খেললও তাঁর গড় কিন্তু ৫০-র ওপরে।


 






ভারতের হয়ে মাত্র পাঁচটি ওয়ান ডেই খেলেছন পূজারা। বিগত আট বছরে কোনওদিনই ওয়ান ডে দলের আশেপাশেও ছিল না তাঁর নাম। তবে পর পর এই দুই ইনিংসেই ১০০-র ওপর স্ট্রাইক রেট নিয়ে পূজারার এহেন ব্যাটিং কিন্তু সকলকেই প্রভাবিত করছে। অনেকের মনে প্রশ্নও তুলেছে, একবার কি তাঁকে জাতীয় ওয়ান ডে দলে সুযোগ দিয়ে দেখা যেতে পারে? সেটা অবশ্য সময়ই বলবে। তবে নিজের দিক থেকে কিন্তু খামতি রাখছেন না তিনি।


সফল ক্রুণাল, উমেশও


প্রসঙ্গত, পূজারা ছাড়া এই টুর্নামেন্টে খেলা উমেশ যাদব (Umesh Yadav) এবং ক্রুণাল পাণ্ড্যও (Krunal Pandya) ভাল পারফর্ম করছেন। গত ম্যাচের মতোই ওয়ারউইকশায়ারের হয়ে ক্রুণাল রবিবার লেস্টারশায়ারের বিরুদ্ধেও তিন উইকেট নেন। মিডলসেক্সের হয়ে খেলা উমেশ সমারসেটের বিরুদ্ধে দুই উইকেট নিয়েছেন। চলতি টুর্নামেন্টে উমেশের চার ম্যাচে ১৩ উইকেট নেওয়া হয়ে গেল। তবে কেন্টের হয়ে সাইনি কোনও উইকেট পাননি।


আরও পড়ুন: পতাকা নিয়ে একাধিক ছবি, ৭৫তম স্বাধীনতা দিবসের উৎসবে যোগদান করলেন মিতালি রাজ