কলকাতা: শিলিগুড়ির এক উইকেটকিপারের জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে তোলপাড় জাতীয় ক্রিকেট। তারই মধ্যে নতুন কীর্তি গড়ে ফেললেন শিলিগুড়ির আর এক উইকেটকিপার। গড়ে ফেললেন ভারতীয় ক্রিকেটে নতুন রেকর্ড।
মাত্র ২৬ বলে হাফসেঞ্চুরি করে হইচই ফেলে দিলেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh)। যিনি বর্তমানে ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার। উইকেটের পিছনে তো ভরসা দিচ্ছেনই। পাশাপাশি ব্যাট হাতেও যিনি ধারাবাহিকভাবে রান করে চলেছেন। ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) মতো রিচার উত্থানও শিলিগুড়ি থেকে।
মঙ্গলবার কুইন্সটাউনে নিউজিল্যান্ডের (Ind vs NZ) বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে-তে মাত্র ২৬ বলে হাফসেঞ্চুরি করলেন বঙ্গকন্যা। ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে যা ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি। এদিন প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ১৯১/৫। রিচা যখন ব্যাট করতে নামেন, রান তাড়া করতে গিয়ে ভারত মাত্র ১৯ রানে চার উইকেট হারিয়ে বসেছে। সেখান থেকে ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেন রিচা। অধিনায়ক মিচালি রাজের সঙ্গে পঞ্চম উইকেটে ৭৭ রান যোগ করে দলকে লড়াইয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত ২৯ বলে ৫২ রান করে আউট হন। রিচার ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা। তবে শেষরক্ষা হয়নি। ভারত ১২৮ রানে অল আউট হয়ে যায়। ৬৩ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।
যদিও রিচার কৃতিত্ব নিয়ে উচ্ছ্বাস ভারতীয় ক্রিকেট মহলে। পরপর দুই ম্যাচে হাফসেঞ্চুরি করলেন বঙ্গকন্যা। মঙ্গলবার বিকেলে রিচার বাবা তথা ছোটবেলার কোচ মানবেন্দ্র ঘোষ শিলিগুড়ি থেকে ফোনে এবিপি লাইভকে বললেন, 'মেয়ে নজির গড়ায় খুব ভাল লাগছে। নিজের স্বাভাবিক ব্যাটিং করেছে।' যোগ করলেন, 'করোনা পরিস্থিতিতে প্র্য়াক্টিসের সুযোগ পায়নি রিচা। কলকাতায় পাঠাতে পারিনি। শিলিগুড়ির বাঘাযতীন ক্লাবে অল্প কয়েকদিনের প্রস্তুতি নিয়ে গিয়েছে।'
মেয়ের সঙ্গে ম্যাচের পর কথা হল? মানবেন্দ্র বলছেন, 'হয়েছে। রেকর্ড গড়ে খুশি। তবে দল জিততে পারেনি। তাই উচ্ছ্বসিত নয়। আর একটা রেকর্ড গড়ে থেমে থাকতে চায় না। ধারাবাহিকভাবে এরকম ঝোড়ো ইনিংস খেলতে চায়। দলের প্রয়োজনে আক্রমণাত্মক ব্যাটিং করেছে। এটাই ওর সহজাত খেলার ধরন।'
সামনেই বিশ্বকাপ। নিউজিল্যান্ডের মাটিতে। তার আগে সেই দেশেই ব্যাট হাতে ধারাবাহিকতা। মানবেন্দ্র বলছেন, 'নিউজিল্যান্ডের কঠিন পরিবেশ-পরিস্থিতিতে ভাল খেলছে। আশা করছি বিশ্বকাপে এই ছন্দ বজায় রাখবে।'