নয়াদিল্লি: গত বছর, অক্টোবরের শুরু থেকেই বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিং খানের (King Khan) পরিবার। মাদক কাণ্ডে (Drug Case) গ্রেফতার হতে হয় শাহরুখ পুত্র  (Shah Rukh Khan) আরিয়ান খানকে (Aryan Khan)। তবে এখন যা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বলা চলে যে আপাতত নিজের কেরিয়ারে মন দিয়েছেন আরিয়ান। নিজের পায়ের তলার মাটি শক্ত করতে উঠে পড়ে লেগেছেন 'বাজিগর' পুত্র।


সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, আরিয়ান খানের লেখার কাজে ডেবিউ হতে চলেছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে যে তারকা পুত্র আপাতত একটি ওয়েব সিরিজের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নিয়েও কাজ শুরু করছেন।


স্ক্রিপ্টগুলি বর্তমানে প্রযোজনার মধ্যে রয়েছে এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের সমস্ত মান পূর্ণ না হওয়া পর্যন্ত সেগুলি প্রকাশ করা হবে না বলে জানা যাচ্ছে। তবে বিভিন্ন সূত্রের মতে, একদিকে যেমন ফিচার ফিল্মটির গল্প গোপন রাখা হচ্ছে, অন্যদিকে ওয়েব সিরিজটির গল্প বেশ আকর্ষণীয়। সেটি একটি ডাই-হার্ড ফ্যানকে কেন্দ্র করে তৈরি হবে এবং তাতে কিছু আকর্ষণীয় অংশ থাকবে।


আরও পড়ুন: KGF 2 Release Date: ১৪ এপ্রিল বড়পর্দায় আসছে 'কেজিএফ চ্যাপ্টার ২', প্রকাশ্যে নয়া পোস্টার


ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, যে যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় তবে এই বছর ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে অনুমোদনও পেতে পারে।


সূত্রের খবর, আরিয়ান খান এই সমস্ত কাজের পাশাপাশি বিলাল সিদ্দিকির সহ-লেখক হিসেবেও কাজ করছেন। মজার বিষয়, শাহরুখ খান বছরের পর বছর ধরে তাঁর লেখার  প্রতি ভালবাসার কথা খোলামেলা জানিয়েছিলেন, এবং এবার তাঁর সন্তান সেই কর্মক্ষেত্রে প্রবেশ করার লক্ষ্যে রয়েছে।


অন্যদিকে শাহরুখ কন্যা সুহানা খান (Suhana Khan) পা রাখতে চলেছেন অভিনয় জগতে। জোয়া আখতার পরিচালিত ওয়েব সিরিজে ডেবিউ করবেন সুহানা। সিরিজটি বিখ্যাত 'আর্চি কমিক্স' নিয়ে তৈরি, নেটফ্লিক্সে দেখা যাবে।


শাহরুখ খানও এখন ব্যস্ত শ্যুটিংয়ে। আগামী ছবি 'অতলি'র দুই দিনের মুম্বই শিডিউল শেষ করার পথে তিনি। এরপর স্পেনে 'পাঠান' ছবির শ্যুটিং শেষ করবেন। তাঁর হাতে রয়েছে রাজকুমার হিরানির সঙ্গে একটি ছবিও।


আরও পড়ুন: Shubh Mangal Zyada Saavdhan: 'শুভ মঙ্গল জেয়াদা সাবধান'-এর দ্বিতীয় বর্ষপূর্তিতে সমাজে বদল আনার বার্তা আয়ুষ্মানের


আরিয়ান খান এবং তার বোন সুহানা খান 'কলকাতা নাইট রাইডার্সে'র (Kolkata Knight Riders) হয়ে এই মাসের শুরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League Cricket auction) ক্রিকেট নিলামে তাঁদের বাবার প্রতিনিধিত্ব করেছিলেন।