কলকাতা: এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ডানহাতি পেসার।


সদ্য রঞ্জি ট্রফি (Ranji Trophy) শেষ হয়েছে। ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলা এবং সৌরাষ্ট্র (Ben vs Sau)। অবশ্য চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা। রানার্স হয়ে থাকতে হয়েছে লক্ষ্মীরতন শুক্লর দলকে। রঞ্জি শেষ হওয়ায় ঘরোয়া মরসুম শেষ হয়ে যায় বাংলার ক্রিকেটারদের। আপাতত ছুটিতে সকলে। কেউ কেউ অবশ্য ক্লাব ক্রিকেটে নেমে পড়েছেন।


বাংলার পেসার মুকেশ কুমারও বাড়ি গিয়েছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার আগে ছুটি কাটাচ্ছেন তিনি। এবার শোনা গেল খুশির খবর। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বাংলার ক্রিকেটার মুকেশ কুমার। তবে বেশি জাঁকজমক চাইছেন না তিনি। বিহারের গোপালগঞ্জের বাসিন্দা মুকেশ আজই বাগদান পর্ব সারবেন। বাগদান সারলেও এখনই বিয়ের তারিখ ঠিক হয়নি। তবে এই বছরেই বিয়ে করবেন তিনি।


আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালস মুকেশকে সাড়ে পাঁচ কোটি টাকায় কিনেছে। এই বছরেই তাঁর বাগদান এবং বিবাহ সম্পন্ন হতে চলেছে। মুকেশের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের পরিবারে বাগদানের পূর্বে যে সব নিয়মাবলী রয়েছে তা পালন করা হচ্ছে। এই বাগদানের অনুষ্ঠানে অতিথি তালিকাতে কাঁটছাঁট করেছেন মুকেশ। নিজের ঘনিষ্ঠ মহলের মধ্যেই বাগদান সারতে চাইছেন তিনি।                              


মুকেশের পক্ষ থেকে তাঁর পরিবারের মা, ভাই, কাকা ও বাছাই করা কিছু বন্ধু উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে গোপালগঞ্জে রয়েছেন মুকেশ। ২২ ফেব্রুয়ারি থেকে স্থানীয় জেলা প্রশাসনের তরফে তাঁকে সম্মানিত করা হয়। বাগদানের পর তিনদিন বাড়িতে থাকার পর দিল্লি চলে যাবেন মুকেশ।                                            


৩১ শে মার্চ থেকে শুরু হচ্ছে এই বছরের আইপিএল। সেই টুর্নামেন্ট খেলার জন্য দিল্লি শিবিরে যোগ দেবেন তিনি। আইপিএলের যুদ্ধ শুরু হওয়ার আগে বাগদান শেরে রাখতে চাইছেন তিনি। জানা যাচ্ছে আইপিএল শেষ হলেই সাত পাকে ঘুরবেন এই ডান হাতি পেসার। শুধু বাংলার হয়ে নয়, ভারতীয় এ দলের হয়েও ম্যাচ খেলেছেন মুকেশ। নিয়েছেন বেশ কিছু উইকেটও। আইপিএলের আগেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন ডানহাতি এই পেসার।




আরও পড়ুন: ঢাকায় হাসিনার সঙ্গে সাক্ষাৎ সৌরভের, বাংলাদেশের উন্নয়ন দেখে মুগ্ধ দাদা