বিলাসপুর: রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট হয়ে গেল বাংলা। শতরান করেছেন সায়নশেখর মন্ডল (১৩৫)। এছাড়া বড় রান করেছেন সুদীপ চট্টোপাধ্যায় (৫১), অগ্নিভ পান (৭১), পঙ্কজ শ (৫৫) ও মনোজ তিওয়ারি (৪৫)। দ্বিতীয় দিনের শেষে পঞ্জাবের রান ৪ উইকেটে ১৬৮।


প্রথম দিনের শেষে বাংলার রান ছিল ৫ উইকেটে ৩৩২। পঙ্কজ ছাড়া এদিন অবশ্য বাংলার অন্য কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। ফলে মাত্র ৭২ রানে বাংলার শেষ ৫ উইকেট পড়ে যায়।   পঞ্জাবের ইনিংসের সূচনা ভাল হয়নি। শুরুতেই জীবনজ্যোত সিংহকে (০) ফিরিয়ে দিয়ে ধাক্কা দেন অমিত কুইলা। মনন ভোরা (২৩), যুবরাজ সিংহ (২২), গুরকিরত সিংহরাও (১৮) বড় রান করতে ব্যর্থ হন। তবে বাংলার বোলারদের বিরুদ্ধে সফল উদয় কউল (অপরাজিত ৭৩)। দিনের শেষে তাঁর সঙ্গে ক্রিজে আছেন তরুবর কোহলি (২৬)। যুবরাজকে আউট করেন অশোক ডিন্ডা। বাকি তিনটি উইকেট নিয়েছেন অমিত।

এবারের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেয়েছিল বাংলা। এই ম্যাচেও পঞ্জাবকে দ্রুত অলআউট করে প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করে জয়ের জন্য ঝাঁপাতে চাইছেন ডিন্ডারা। শনিবারই বোঝা যাবে, তাঁদের লক্ষ্য সফল হয় কি না।