রঞ্জিতে হরভজনের পঞ্জাবকে ইনিংসে হারিয়ে নক-আউটের পথে বাংলা
Web Desk, ABP Ananda | 19 Nov 2017 06:45 PM (IST)
অমৃতসর: হরভজন সিংহের পঞ্জাবের বিরুদ্ধে ইনিংস ও ১৯ রানে জয় পেয়ে রঞ্জি ট্রফিতে নক-আউট পর্যায়ের পথে বাংলা। জয়ের নায়ক দুই ওপেনার অভিষেক রমন ও অভিমন্যু ঈশ্বরণ ও পেসার ঈশান পোড়েল। অভিষেক ১৫৫ ও অভিমন্যু ১১৭ রান করেন। ঈশান প্রথম ইনিংসে একটি উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন। গ্রুপে বাংলার শেষ ম্যাচ ২৫ তারিখ গোয়ার বিরুদ্ধে। এই ম্যাচে পঞ্জাবের প্রথম ইনিংস শেষ হয় ১৪৭ রানে। শুভম গিল করেন ৬৩ রান। প্রদীপ্ত প্রামাণিক ও বদ্দুপল্লি অমিত তিনটি করে উইকেট নেন। জবাবে বাংলা প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৭৯ রান করে ডিক্লেয়ার করে দেয়। ঈশানের দাপটে পঞ্জাবের দ্বিতীয় ইনিংস শেষ হল ২১৩ রানে। হরভজন মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারলেন না। তিনি ১৭ ওভার বল করে একটিও উইকেট পাননি। প্রথম ইনিংসে চার রান করার পরে দ্বিতীয় ইনিংসে তাঁর রান ৯।