রাঁচি: গতকাল বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) প্রথম ম্যাচেই মুম্বইয়ের বিরুদ্ধে হারতে হয়েছিল বাংলাকে (Bengal Cricket Team)। তবে ঠিক পরেরদিনেই জয়ে ফিরল বাংলা। শুধু জয় ফিরল বলা বরং ভুলই হবে। মিজোরামকে রীতিমতো নাস্তানাবুদ করল বাংলা দল। কোহলিদের দুরমুশ করে নয় উইকেটে জয় ছিনিয়ে নিল বাংলা।
প্রামাণিকের দাপট
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মিজোরাম অধিনায়ক তরুয়ার কোহলি। তবে মাত্র ৫৭ রানেই অল আউট হয়ে যায় মিজোরাম। ম্যাচের শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে মিজোরাম। মাত্র ১৭ রানেই অর্ধেক মিজোরাম দল সাজঘরে ফিরে গিয়েছিল। অবিনাশ যাদব ও জোসেফ ষষ্ঠ উইকেটে কিছুটা লড়াই করার চেষ্টা করেন। ২৮ রান যোগ করেন দুইজনে। তবে অবিনাশকে সাজঘরে ফেরত পাঠান শাহবাজ আমেদ। তারপরে শেষ চার উইকেট পড়তে বেশি সময় লাগেনি। কোনওরকমে ৫০ রানের গণ্ডি পার করেই অল আউট হয়ে যায় মিজোরাম। বল হাতে চার উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক (Pradipta Pramanik)। তিন উইকেট পান গীত পুরি। মুকেশ কুমার ও শাহবাজ আমেদ যথাক্রমে দুই এবং একটি উইকেট নেন।
সহজ জয়
মিজোরামের হয়ে দুই ব্যাটার, জোসেফ ও অবিনাশ যাদব বাদে কেউই দুই অঙ্কের রান পর্যন্ত করতে পারেননি। মাত্র চার রানে সাজঘরে ফেরেন বাংলার প্রাক্তন তারকা শ্রীবৎস গোস্বামী। সমসংখ্যক রানেই সাজঘরে ফেরে মিজোরাম অধিনায়ক কোহলিও। জবাবে মাত্র সাত ওভারের মধ্যেই জয় সুনিশ্চিত করে নেয় বাংলা। ওপেনার সুদীপ ঘরামি চার রানে আউট হলেও, ঋত্বিক রায় চৌধুরী ও অগ্নিভ পান বাংলার জয় সুনিশ্চিত করেন। ঋত্বিক ২৬ ও অগ্নিভ ২৫ রানে অপরাজিত থাকেন। ২৬২ বল বাকি থাকতেই ম্যাচ জিতল বাংলা।
মুম্বইয়ের (Mumbai) বিরুদ্ধে অভিযান শুরু করেছিল বাংলা। প্রথম ম্যাচে ৮ উইকেটে বাংলাকে হারিয়ে দিল মুম্বই। অর্ধশতরান করে মুম্বইয়কে জয় এনে দেন দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে। প্রথমে ব্য়াট করতে নেমেছিল বাংলা। ওপেনে অভিমন্যু ঈশ্বরণ ও ঋত্বিক চ্যাট্টার্জী নেমেছিলেন। অধিনায়ক অভিমন্যু ১২ রান করে ফিরে যান। অন্যদিকে ঋত্বিক ১ রান করে ফেরেন। অনুষ্টুপ মজুমদার ৯ রান করে ফেরেন। এরপরই মনোজ তিওয়ারি কিছুটা লড়াই করেন। ৪৭ রানের ইনিংস খেলেন তিনি। ৬৪ বলের ইনিংস ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। লোয়ার অর্ডারে শাহবাজও ব্যর্থ হন। তিনি ১ রান করে ফেরেন। শেষ পর্যন্ত ৩১.৩ ওভারে ১২২ রানে অল আউট হয়ে যায় বাংলা দল।
অল্পন রানের পুঁজি ছিল। বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের দরকার ছিল। কিন্তু যশস্বী জয়সওয়ালকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেন পৃথ্বী শ। ৩১ বলে ২৬ রানের ইনিংস খেলে ফিরে যান পৃথ্বী। জয়সওয়াল ১০ রান করে ফিরে গেলেও পৃথ্বী (২৬) ও হার্দিক তামোর (১৮) মিলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। অধিনায়ক অজিঙ্ক রাহানে এরপর দুর্দান্ত ইনিংস খেলেন। ৭২ বলে ৫৯ রানের ইনিংস খেলেন রাহানে। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। ৩০.২ ওভারে ১২৩ রান বোর্ডে তুলে নেয় মুম্বই। বাংলার হয়ে ২ উইকেটই নেন মুকেশ কুমার।
আরও পড়ুন: দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ফাইনালে মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড, কখন, কোথায় দেখবেন ম্যাচ?