মেলবোর্ন: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড (PAK vs ENG)। দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের সামনে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বখেতাব জয়ের হাতছানি। মেলবোর্নে তিন দশক আগের ফলাফলের পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যে পাকিস্তান। ১৯৯২ সালে অজিভূমে ইংল্যান্ডকে হারিয়েই ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এবার একইভাবে ২০ ওভারের বিশ্বকাপ ট্রফি তোলার লক্ষ্যে বাবর আজম।


পাকিস্তান বনাম ইংল্যান্ড


কোথায় ম্যাচ?


মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ অনুষ্ঠিত হবে।


কখন খেলা?


ম্যাচ শুরু দুপুর ১.৩০টায়, টস হবে তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ দুপুর ১টায়।


কোথায় দেখা যাবে খেলা?


ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি হটস্টার অ্যাপেও দেখা যাবে সরাসরি সম্প্রচার।


বৃষ্টির ভ্রুকুটি


রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড। যে ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি ক্রমশ জোরাল হচ্ছে। মেলবোর্নে টানা পাঁচদিন প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যা শুনে পাকিস্তান ও ইংল্যান্ড, দুই শিবিরই চরম উদ্বেগে।


শনিবার থেকে মেলবোর্নে শুরু হয়েছে বৃষ্টি। পিচ ঢেকে দেওয়া হয়েছে। তবে মাঠ জল থইথই। রবিবার সকাল থেকে শুরু হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। অস্ট্রেলিয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ফাইনালের দিন অর্থাৎ রবিবার সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। বেলায় শুরু হবে বৃষ্টি। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। গতিবেগ থাকবে ঘণ্টায় ২৫ কিলোমিটার। রবিবার আকাশ পরিষ্কার হওয়ার কোনও সম্ভাবনা নেই। বৃ্ষ্টি হবে সোমবারও। কোনও কোনও জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


নিয়মে বদল


গ্রুপ পর্ব এবং সুপার ১২-এ কোনও রিজার্ভ ডে ছিল না। তবে আইসিসির তরফে বিশ্বকাপের নক আউট ম্যাচগুলি অর্থাৎ দুই সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ রবিরার ম্যাচ শেষ করা সম্ভব না হলে, সোমবার দিনেও খেলা হবে ফাইনাল। যদিও রবিবারই ম্যাচ শেষ করার সব প্রচেষ্টাই করা হবে বলে জানানো হয়েছে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলকে অন্তত ১০ ওভার খেলতে হবে। বৃষ্টির জন্য যদি তাও সম্ভব না হয়, একমাত্র সেক্ষেত্রেই খেলা সোমবার পর্যন্ত গড়াবে।


আইসিসির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'রবিবার ম্যাচ শেষ করার সম্পূর্ণ প্রচেষ্টা করা হবে এবং প্রয়োজনে ওভারও কমানো হবে। একমাত্র যদি রবিবার সবথেকে কম ওভারের ম্যাচ খেলাও সম্ভব না হয়, তাহলেই তা সোমবার পর্যন্ত গড়াবে। যদি সোমবার খেলা হয়, তাহলে রবিবার যেখানে ম্যাচ থামবে, সেখান থেকেই আবার খেলা শুরু হবে। রবিবার ম্যাচ শেষ করার জন্য বাড়তি ৩০ মিনিট দেওয়া হবে। সোমবার ম্যাচ শেষ করার জন্য বাড়তি চার ঘণ্টার সময় থাকবে।'


আরও পড়ুন: পন্থের মতো প্রতিভাকে নষ্ট করছো কীভাবে? প্রশ্ন ক্ষুব্ধ কুম্বলে-মুডির