এএফসি কাপ কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে জয় বেঙ্গালুরুর
Web Desk, ABP Ananda | 14 Sep 2016 07:01 PM (IST)
win in after strike বেঙ্গালুরু: ঘরের মাঠে এএফসি কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সিঙ্গাপুরের ট্যাম্পাইন্স রোভার্সকে ১-০ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসি। ম্যাচের একমাত্র গোলদাতা সি কে বিনীথ। আগামী বুধবার দ্বিতীয় লেগের ম্যাচ। সেই ম্যাচ ড্র করতে পারলেই ডেম্পো ও ইস্টবেঙ্গলের পর ভারতের তৃতীয় দল হিসেবে এএফসি কাপের সেমিফাইনালে পৌঁছে যাবে বেঙ্গালুরু এফসি। কাবেরীর জল বণ্টন নিয়ে উত্তপ্ত পরিস্থিতির জেরে শ্রী কান্তিরভা স্টেডিয়ামে আজ এই ম্যাচে দর্শকদের প্রবেশাধিকার ছিল না। ঘরের মাঠে দর্শকদের সমর্থন না পেলেও, ভাল পারফরম্যান্সই দেখান সুনীল ছেত্রীরা। সপ্তম মিনিটে একমাত্র গোল করেন বিনীথ। এরপর দু দলই গোল করার একাধিক সুযোগ পেয়েছিল। তবে কেউই আর গোল করতে পারেনি। দিনের শেষে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে বেঙ্গালুরু।