লন্ডন: উইম্বলডন শুরুর আগেই ছিটকে গেলেন মাত্তেও বেরেত্তিনি। ইতালির এই তরুণ ব্যাডমিন্টন তারকা গতবার রানার্স আপ হয়েছিলেন। কিন্তু এবার করোনা আক্রান্ত হওয়ার জন্য টুর্নামেন্টে নামতে পারছেন না অষ্টম বাছাই বেরেত্তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট করেছেন ইতালীয় টেনিস তারকা।
২০২১ সালে সার্বিয়ান টেনিস তারকার নোভাক জকোভিচের বিরুদ্ধে লড়াই করেও শেষ মুহূর্তে ফাইনালে হারতে হয় বেরেত্তিনিকে। এদিন নিজের সোশ্য়াল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর পোস্ট করেছেন বেরেত্তিনি। সেখানে তিনি লিখেছেন, ''আমি কোভিড আক্রান্ত। তাই শেষ পর্যন্ত উইম্বলডন থেকে নাম তুলে নিতে বাধ্য হলাম। খবরটা শুনে মন খারাপ হলেও বাস্তব মেনে নিতেই হবে। গত কয়েক দিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলাম। সেই কারণে নিয়মমাফিক নিভৃতবাসে থাকতে হয়েছিল। আসলে আমার সঙ্গে আরও অনেকে উইম্বলডনের সঙ্গে যুক্ত রয়েছে। তাই সবার ভবিষ্যৎ ও স্বাস্থের কথা চিন্তা করে এত বড় সিদ্ধান্ত নিয়েছি। কোন ভাষায় দুঃখপ্রকাশ করব বুঝতে পারছি না। আসলে স্বপ্ন ভেঙে গেলে মনের অবস্থা তো খারাপ হবেই। তবে এই বছরের মতো স্বপ্ন ভেঙে গেলেও, আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফিরব।'' উল্লেখ্য, এর আগে মারিন চিলিচও করোনা আক্রান্ত হয়ে সরে দাঁড়িয়েছিলেন টুর্নামেন্ট থেকে।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান