মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : চলন্ত ট্রেনে মত্ত অবস্থায় তরুণীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ (Molestation Allegation)। গ্রেফতার এক SSB জওয়ান। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ঘটনা।
কী জানাচ্ছেন অভিযোগকারিণী
অভিযোগকারিণীর দাবি, সোমবার রাতে হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেসে (Howrah-Kalka Netaji Express) চেপে, হাওড়া থেকে দুর্গাপুর আসছিলেন তিনি। তরুণীর দাবি, ট্রেনের ওই কামরাতেই ছিলেন SSB’র কয়েকজন জওয়ান। অভিযোগ, ট্রেন থেকে নামার সময়, হঠাত্ই তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ধীরেন্দ্র মিশ্র নামে এক SSB জওয়ান। অভিযুক্ত মত্ত অবস্থায় ছিল বলে দাবি। অভিযোগকারিণী বলেছেন, 'আমি যখন নামতে যাচ্ছি, তখন জড়িয়ে ধরে। চিত্কার করি। ভয়ে বাথরুমে ঢুকে যায়।'
পুলিশ অভিযোগ, গ্রেফতার
দুর্গাপুর স্টেশনে নেমে, GRP-তে জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগের প্রেক্ষিতে ওই SSB জওয়ানকে গ্রেফতার করে অন্ডালের GRP। রেল পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার আসানসোল আদালতে তোলে।
সোমবার রাতে দুর্গাপুর স্টেশনের এই ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।
কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক অধ্যাপকের বিরুদ্ধে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ ওই বিভাগেরই এক ছাত্রীর। ছাত্রীর অভিযোগ, গবেষণাপত্র নিয়ে আলোচনার অছিলায় শনিবার দুপুরে কোয়ার্টারে ডেকে ধর্ষণের চেষ্টা করেন ওই অধ্যাপক। সেখান থেকে কোনও রকমে পালিয়ে নিজের সম্ভ্রম বাঁচান তিনি, বলে দাবি অভিযোগকারিণীর। তবে এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত অধ্যাপকের।
তার কিছুদিন আগে শিশুকন্যাকে চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ (Rape) করে খুন (Murder) করার অভিযোগে এক যুবককে মৃত্যুদণ্ড দিল আদালত। যদিও অভিযুক্তের বাবা আদালতের সাজা ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন এদিন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে (Purba Bardhaman)।