ব্রিসবেন: আসন্ন সিরিজে শুধু ভারতের অধিনায়ক বিরাট কোহলিই না, ওপেনার রোহিত শর্মাকে আটকানোর জন্যও বিশেষ পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। এমনই জানিয়েছেন পেসার নাথান কুল্টার-নাইল। তাঁর বক্তব্য, উইকেটের সামনে দ্রুতগতির ইনস্যুইঙ্গার বা শর্ট বলের মাধ্যমে রোহিতকে চ্যালেঞ্জ জানানো হতে পারে।

বুধবার থেকে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ শুরু হচ্ছে। প্রথম টেস্ট শুরু ৬ ডিসেম্বর থেকে। এই সিরিজে বিরাট ছাড়াও অস্ট্রেলিয়ার মাথাব্যথার কারণ হতে পারেন রোহিত। সেই কারণেই তাঁকেও দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।

রোহিত প্রসঙ্গে কুল্টার-নাইল বলেছেন, ‘ও অবিশ্বাস্য খেলোয়াড়। ওর হয়ে রেকর্ডই কথা বলে। ওর বিশ্বের সব জায়গায় ভাল রেকর্ড আছে। তাই ওর দিকে নজর রাখতেই হবে। তবে ওর বিরুদ্ধে আমরা নতুন বলে সাফল্যও পেয়েছি। ‘ডর্ফ’ (জেসন বেহেনডর্ফ) শেষবার ওকে আউট করেছিল। এবারও আমরা রোহিতকে দ্রুত আউট করার চেষ্টা করব।’