ইস্তানবুল: ভূমিকম্পে বিধ্বস্ত গোটা তুরস্ক (Turkey Earthquake)। তবে ভয়াবহ ভূমিকম্পের পর আবারও ধীরে ধীরে মানুষজন স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার প্রচেষ্টা করছে। এরই মধ্যে শুরু হয়েছে তুরস্কের শীর্ষস্থানীয় ফুটবল লিগ। সেই লিগেই রবিবার বেসিক্তাস ও আন্তালিয়াসপোরের (Besiktas vs Antalyaspor) ম্যাচে এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল ফুটবলবিশ্ব। ম্যাচের ৪ মিনিট ১৭ সেকেন্ডের মাথায় গ্যালারি থেকে দর্শকরা কাতারে কাতারে মাঠে পুতুল ছুড়ে ফেললেন। ভূমিকম্পবিধ্বস্ত তুরস্কের শিশুদের এই পুতুল উপহার দিয়েতাদের মুখে হাসি ফোটানোর উদ্দেশেই এই উদ্যোগ নেওয়া হয়।
শিশুদের উদ্দেশে পুতুল
৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৪টে ১৭ মিনিটে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে ৫০ হাজারের অধিক মানুষ মারা গিয়েছেন বলেই জানা যাচ্ছে। তুরস্কের দক্ষিণ প্রান্ত ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে এই ভূমিকম্পের প্রবল প্রভাব পড়ে। সেই কারণেই বেসিক্তাসের ঘরের মাঠে ম্যাচের ৪ মিনিট ১৭ সেকেন্ডের মাথায় খেলা থামিয়ে এই পুতুল মাঠে ফেলার উদ্যোগ নেওয়া হয়। বেসিক্তাস ক্লাবের তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'আমাদের সমর্থকরা মাঠেই স্কার্ফ, পুতুল ছুড়ে ফেলেন, যেগুলি ভূমিকম্পবিধ্বস্ত স্থানের শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্দেশে তাদেরকে উপহারস্বরূপ দেওয়া হবে।'
প্রসঙ্গত, এই ভূমিকম্পেই চেলসির প্রাক্তন ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুও প্রাণ হারান। অবশ্য শুরুতে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে তাঁকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছে এবং হাসপাতালে ভর্তিও করা হয়েছে। সেই খবর যদিও ভুয়ো বলেই প্রমাণিত হয়। শেষমেশ দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ধ্বংসস্তূপে তাঁর নিথর দেহ পাওয়া যায়। তিনি তুরস্কেরই হাতায়াস্পর ক্লাবের হয়ে খেলতেন।
বর্ষসেরা মেসি
ফিফার (FIFA Award 2023) বর্ষসেরা ফুটবলারের শিরোপা পেলেন লিওনেল মেসি (Leonel Messi)। বাইশে বিশ্বকাপ তাঁর হাতে ওঠার পর গোটা বিশ্বেই তার ভক্তরা আবেগে ভেসেছিল। এবার নয়া পালক লিওনেলের মুকুটে। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই পুরষ্কার উঠল মেসির হাতে।
মেসির সঙ্গেই ২০২২ সালের সেরা মহিলা ফুটবলারের পুরষ্কার জিতে নিলেন স্প্যানিশ তারকা অ্যালেস্কিয়া পুতেলা। তবে মেসির পাশাপাশি ফিফার এই বছরের বর্ষসেরার একাধিক তালিকায় রয়েছেন আর্জেন্তিনার খেলোয়াররা। বর্ষসেরা কোচ হলেন লিওনেল স্কালোনি। গোলকিপারের শিরোপা জিতে নিয়েছেন কাতারের গোল্ডেন গ্লাভস জয়ী এমিলিয়ানো মার্তিনেজ।
আরও পড়ুন: গিলকে কি সুযোগ ? কেএলের ডানা ছাঁটা কীসের ইঙ্গিত ? অজি ডুয়েলের আগে মুখ খুললেন রোহিত