ইতিহাস গড়ে এএফসি ফাইনালে বেঙ্গালুরু এফসি
Web Desk, ABP Ananda
Updated at:
19 Oct 2016 09:47 PM (IST)
NEXT
PREV
বেঙ্গালুরু: ব্যাঙ্গালোরে ইতিহাস৷ বেঙ্গালুরু এফসি-র হাত ধরে আন্তর্জাতিক ফুটবল মানচিত্রে নতুন উচ্চতায় ভারত৷ জহর দারুলকে হারিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এশিয়ান ফুটবল কনফেডারেশন কাপের ফাইনালে উঠল বেঙ্গালুরু এফসি৷ জোড়া গোলের সুবাদে ফের ম্যাচের নায়ক সুনীল ছেত্রী৷ ১১ মিনিটের মাথায় রহিমের গোলে এগিয়ে যায় দারুল৷ ৪১ মিনিটে কর্নার থেকে দুরন্ত গোলে সমতা ফেরালেন সুনীল৷ ৬৭ মিনিটের মাথায় ফের ব্যবধান বাড়ালেন তিনিই৷ আর, ৭৫ মিনিটের মাথায় লিংডোর ফ্রি-কিক থেকে দুরন্ত হেডারে বেঙ্গালুরুকে ৩-১-এ এগিয়ে দিলেন জুয়ানান৷ সেমিফাইনালের হোম ম্যাচে ৩-১-এ জয়৷ দুই লেগ মিলিয়ে গোল পার্থক্যে ৪-২-এ এগিয়ে থেকে ফাইনালে গেল বেঙ্গালুরু এফসি৷
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -