সাউদাম্পটন: আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। তার আগে সাউদাম্পটনের মেঘলা আবহাওয়া দেখে দলে অতিরিক্ত সিমার রাখার কথা ভাবছে ভারতীয় দল। অধিনায়ক বিরাট কোহলি তেমনই ইঙ্গিত দিয়েছেন। সেক্ষেত্রে মহম্মদ শামির বদলে দলে রাখা হতে পারে ভুবনেশ্বর কুমারকে। কেদার যাদবের বদলে বিজয় শঙ্করেরও দলে থাকার সম্ভাবনা রয়েছে।


আজ সাংবাদিক বৈঠকে বিরাট বলেছেন, ‘আমরা জানি ইংল্যান্ডের পরিস্থিতি অন্যরকম। কখনও আকাশ মেঘলা থাকে, আবার কিছুক্ষণ পরেই রোদ ওঠে। দু’টি নতুন বলে খেলা হবে। পিচ থেকে যদি বোলাররা সাহায্য পায়, তাহলে একজন অতিরিক্ত সিমারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এমনকী, ব্যাটসম্যানদের সহায়ক পিচেও আকাশ মেঘলা থাকলে প্রথম ১০ ওভার কঠিন হতে পারে।’

বিরাট আরও জানিয়েছেন, কেদার এখন পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। তিনি নেটে ভালই ব্যাটিং করছেন। তাই কেদার যদি দলে থাকেন, তাহলে একজন স্পিনারকে বাদ দেওয়া হতে পারে। তবে সবকিছুই কালকের পরিস্থিতির উপর নির্ভর করছে।