বার্মিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে ভারতের দাপট অব্যাহত। ৫০ রানে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর, শনিবার (৯ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ৪৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে পরপর দুই ম্যাচ জিতে সিরিজে কব্জা করছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয়ে মুখ্য ভূমিকা নেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।


ম্যাচ সেরা ভুবনেশ্বর


এজবাস্টনে তিন ওভার বল করে ভুবনেশ্বর মাত্র ১৫ রানের বিনিময়ে তিনটি উইকেট সংগ্রহ করেন। জেসন রয়, জস বাটলারের পাশাপাশি নবাগত রিচার্ড গ্লিসনকে সাজঘরের পথ দেখান ভুবি। দু্র্দান্ত বোলিং পারফরম্যান্সের জেরে ম্যাচের সেরাও নির্বাচিত হন ভারতের তারকা বোলার। এই ম্যাচেই এক রেকর্ড গড়ে ফেললেন ভুবনেশ্বর কুমার। টেস্ট খেলা দেশগুলির মধ্যে এখন টি-টোয়েন্টির প্রথম ওভারে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড ভুবির দখলে।  


রয়কে ফিরিয়ে রেকর্ড


গত ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক বাটলারকে প্রথম বলে ফিরিয়েছিলেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাঁর ওপেনিং পার্টনার রয়কেও ‘গোল্ডেন ডাক’ প্রথম ওভারেই ফেরান ভুবনেশ্বর। এই উইকেটের ফলেই টি-টোয়েন্টিতে প্রথম ওভারে ১৪টি উইকেট নিয়ে রেকর্ড গড়লেন তিনি। এই ম্যাচেই ইংল্যান্ডের হয়ে মাঠে নামা ইংলিশ অলরাউন্ডার ডেভিড উইলির (David Willey) প্রথম ওভারে ১৩টি উইকেট নেওয়ার রেকর্ড ভাঙলেন ভুবনেশ্বর।


এমনিতে টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ওভারে ভুবির থেকে একমাত্র ওমানের বিলাল খানই বেশি উইকেট (১৬টি উইকেট) নিয়েছেন। ভুবনেশ্বর এই ম্যাচে তিন উইকেট নেওয়ার সুবাদে যশপ্রীত বুমরাকে টপকে টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে গেলেন। ম্যাচে বুমরা এবং যুজবেন্দ্র চাহালও অবশ্য দুই উইকেট নিয়েছেন। এছাড়া হর্ষল পটেল ও হার্দিক পাণ্ড্যও একটি করে উইকেট নেন।


ভারতের রান করতে নেমে ১২১ রানেই ইংল্যান্ডকে গুটিয়ে যায়। দুরন্ত বোলিং করেন ভারতীয় বোলাররা। মোটের উপর বলতে গেলে গত ম্যাচের পর এই ম্যাচেও ভারতীয় বোলারদের পারফরম্যান্স কিন্তু টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে বেশ ভরসা দেবে। রবিবার (১০ জুলাই) বাটলারদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে ভারত।


আরও পড়ুন: দুরন্ত সুইংয়ে নাস্তানাবুদ করেছেন ইংলিশ ব্যাটারদের, কী বলছেন ভুবনেশ্বর?