আইসিসি র্যাঙ্কিংয়ে পতন কোহলি-পূজারার, উত্থান ভূবনেশ্বরের
কেপটাউনে দুই ইনিংসেই ব্যর্থ হয়ে ১৩ পয়েন্ট খুইয়েছেন ভারত অধিনায়ক। অন্যদিকে ২৬ পয়েন্ট পেয়ে ২ নম্বরে চলে এসেছেন ইংল্যান্ডের জো রুট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল প্রদর্শনের দৌলতে সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করলেন দক্ষিণ আফ্রিকার বোলার কাগিসো রাবাদা।
কেপটাউনে সদ্যসমাপ্ত প্রথম টেস্টে রাবাদা ৫ উইকেট দখল করেছেন।
চেতেশ্বর পূজারা পাঁচ নম্বরে নেমে গিয়েছেন।
ব্যাটসম্যানদের তালিকায় পতন হল বিরাট কোহলির। টেস্ট শুরুর আগে তিনি ২ নম্বরে ছিলেন। এখন এক ধাপ পিছিয়ে তিনি তিনে।
কেরিয়ার সেরা র্যাঙ্কিং পেয়েছেন উসমান খোয়াজা, শন ও মিচেল মার্শ।
অল রাউন্ডারদের তালিকার প্রথম পাঁচে কোনও পরিবর্তন হয়নি। শীর্ষে রয়েছেন বাংলাদেশের শাকিব-আল হাসান। দুই ও তিনে যথাক্রমে রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রণ অশ্বিন।
আট ধাপ লাফিয়ে ২২ তম জায়গায় রয়েছেন ভূবনেশ্বর। ম্যাচে ৬ উইকেট দখল করেন তিনি।
ভারত হারলেও, বোলারদের মধ্যে উত্থান হয়েছে ভূবনেশ্বর কুমারের। কেরিয়ারের সেরা র্যাঙ্কিং অর্জন করেছেন ভূবি।
২২ বছরের রাবাদা পাঁচ পয়েন্ট পেয়েছেন। অন্যদিকে, একই সংখ্যক পয়েন্ট খুইয়ে শীর্ষস্থান খুইয়ছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -