মেলবোর্ন: আজ বিগ ব্যাশ লিগে অভিনব ঘটনা দেখা গেল। প্রথম বোলার হিসেবে এই প্রতিযোগিতায় ‘ডাবল হ্যাটট্রিক’ করলেন মেলবোর্ন রেনেগেডসের বোলার ক্যামেরন বয়েস। সিডনি থান্ডারের বিরুদ্ধে এই নজির গড়েন বয়েস। তিনি পরপর চার বলে অ্যালেক্স হেলস, জেসন সাংঘা, অ্যালেক্স রস ও ড্যানিয়েল স্যামসকে ফিরিয়ে দেন। চার ওভার বোলিং করে ২১ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি।


আজ নিজের প্রথম ওভারের শেষ বলে অ্যালেক্স হেলসকে ফিরিয়ে দেন বয়েস। এরপর দ্বিতীয় ওভারের প্রথম তিনটি বলেই পরপর তিন উইকেট নেন তিনি। পরের ওভারে ম্যাথু জাইলকিসকে আউট করে পাঁচ উইকেট নেন বয়েস। বিগ ব্যাশ লিগে এর আগে অনেক রেকর্ড হয়েছে, কিন্তু এরকম নজির আর নেই। শুরুতে ব্যাকফুটে চলে গেলেও, বয়েসের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে মেলবোর্ন। তাঁর অসামান্য বোলিংয়ের পরেও অবশ্য উত্তেজক ম্যাচে এক রানে জয় পেয়েছে সিডনি।


আজকের ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করেন সিডনির দুই ওপেনার অ্যালেক্স হেলস ও উসমান খাজা। সপ্তম ওভারে দলের ৮০ রানের মাথায় বয়েসের বলে উন্মুক্ত চাঁদের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান অ্যালেক্স হেলস। অপর ওপেনার উসমান খাজা করেন ৭৭ রান। অপর প্রান্তে পরপর উইকেট পড়ে গেলেও, নিজে এক প্রান্ত ধরে রাখার পাশাপাশি দলের রানও বাড়ান উসমান খাজা। বেন কাটিং করেন ২০ রান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭০ রান করে সিডনি।


জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করে মেলবোর্ন। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ওপেন করতে নেমে ৮২ রান করেন। চার নম্বরে ব্যাটিং করতে নেমে উন্মুক্ত চাঁদ করেন ২৯ রান। তিন নম্বরে ব্যাটিং করতে নামা শন মার্শ করেন ১৯ রান। বয়েস বল হাতে কামাল করলেও, উত্তেজনার মুহূর্তে ব্যাট করতে নেমে প্রথম বলেই কোনও রান না করে আউট হয়ে যান। ফলে এক রানে হেরে যায় মেলবোর্ন।