কলকাতা: বাঙালিকে পর্দার ফেলুদার (Feluda) কথা বললে এখনও প্রথমে তাঁর মুখই মনে আসে। তিনি জীবনের শেষ পর্যন্ত একনিষ্ঠভাবে দান করেছেন অভিনয়কে। মঞ্চ হোক বা সিনেমা, সমান দক্ষতায় দাপিয়ে বেরিয়েছেন তিনি। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। আজ তাঁর জন্মদিন। সিনে দুনিয়া থেকে শুরু করে অজস্র অনুরাগী, সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি শ্রদ্ধা বর্ষণ করতে শুরু করেছেন। তাঁদের সকলের 'চিরসবুজ' সৌমিত্র বাবুর আজ জন্মদিন যে।


সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন বাংলার 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ঠিক দুটো বাক্য। তাতেই প্রিয় 'সৌমিত্র কাকু'-র সঙ্গে সারলেন ছোট্ট কথপোকথন। 


এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের দুই বয়সের দুটি ছবি একসঙ্গে কোলাজ করে পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আবেগঘন ক্যাপশনে লিখলেন, 'ভালো আছো তো সৌমিত্র কাকু? আমি নিশ্চিত ওখানেও সবাইকে তোমার ফাইটিং স্পিরিট শিখিয়ে দিয়েছ। প্রণাম নিও।' (অপরিবর্তিত) প্রসেনজিৎ ও সৌমিত্র চট্টোপাধ্যায় একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০১৬ সালে মুক্তি পায় তাঁদের জনপ্রিয় 'প্রাক্তন' ছবিটি।


 






২০২০ সালে ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর নেগেটিভও হন। কিন্তু করোনার জেরে কো-মর্বিডিটি তিনি কাটিয়ে উঠতে পারেননি। শেষ পর্যন্ত সমস্ত লড়াই থামিয়ে পাড়ি দেন পরলোকে।


আরও পড়ুন: Sahana Bajpaie: 'তোমাকে রোজ মিস করি,' মায়ের জন্মদিন আবেগঘন সাহানা