ম্যাচের শুরুতে ডিভিলিয়ার্সের হাতে ব্রিসবেন হিট দলের ক্যাপ তুলে দেন প্রাক্তন অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে অভিষেক হয় এবি-র।
বিগ ব্যাশ লিগে ডিভিলিয়ার্সকে খেলানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ব্রিসবেন হিটের অধিনায়ক ক্রিস লিন। তাঁরা দুজনেই ভারতে আইপিএলে ভিন্ন ভিন্ন দলে খেলেছেন। ডিভিলিয়ার্স বলেছেন, মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিনের সঙ্গে এক দলে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। এটা খুবই আকর্ষণীয় হতে চলেছে। আইপিএলে কথাবার্তার সূত্রে আমরা একে অপরকে চিনি। এখন আমাদের জুটি কেমন খেলে, তা খুবই আকর্ষণীয় হবে।