অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে নেমেই নজর কাড়লেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। অভিযেক ম্যাচেই ঝাঁপিয়ে একটা দুরন্ত ক্যাচ নিলেন তিনি। আর এই ক্যাচ নিয়ে ম্যাচে ব্রিসবেন হিট দলের দলের সহ খেলোয়াড় জেমস প্যাটিনসনের পঞ্চম উইকেট পূর্ণ করতে সহায়ক ভূমিকা নিলেন তিনি। শর্ট কভারে ফিল্ডিং করছিলেন ডিভিলিয়ার্স। সেখানে জোনাথন ওয়েলসের ক্যাচ নিলেন তিনি। এবি-র ওই ক্যাচ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা। ধারাভাষ্যকাররাও এর ব্যতিক্রম ছিলেন না।



ম্যাচের শুরুতে ডিভিলিয়ার্সের হাতে ব্রিসবেন হিট দলের ক্যাপ তুলে দেন প্রাক্তন অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে অভিষেক হয় এবি-র।

বিগ ব্যাশ লিগে ডিভিলিয়ার্সকে খেলানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ব্রিসবেন হিটের অধিনায়ক ক্রিস লিন। তাঁরা দুজনেই ভারতে আইপিএলে ভিন্ন ভিন্ন দলে খেলেছেন। ডিভিলিয়ার্স বলেছেন, মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিনের সঙ্গে এক দলে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। এটা খুবই আকর্ষণীয় হতে চলেছে। আইপিএলে কথাবার্তার সূত্রে আমরা একে অপরকে চিনি। এখন আমাদের জুটি কেমন খেলে, তা খুবই আকর্ষণীয় হবে।