জিলং: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) বিশ্বকাপের (ODI World Cup) ফাইনাল ম্যাচের পিচকে গড়পড়তা বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। আর তার পরের দিনই বিগ ব্যাশ লিগের (BBL) বাইশ গজ নিয়ে ধুন্ধুমার। পিচ বিপজ্জনক হওয়ায় মেলবোর্ন রেনেগ্রেডস বনাম পারথ স্কর্চার্সের ম্যাচ মাত্র ৬.৫ ওভারের মাথায় বন্ধ করে দিতে হল। পরিত্যক্ত ঘোষণা করা হল ম্যাচটি।


১৩তম বিগ ব্যাশ লিগের (Big Bash League) চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল পারথ স্কর্চার্স ও মেলবোর্ন রেনেগ্রেডস। জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়াম ছিল দর্শকে ঠাসা। কিন্তু মাত্র ৬.৫ ওভারের পর আর খেলা হল না। বিপজ্জনক পিচের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।


ম্যাচের কয়েকদিন আগে থেকে জিলংয়ে প্রচুর বৃষ্টি হয়েছিল। মনে করা হচ্ছে, পিচ ঢাকা থাকলেও কভারের ফাঁক গলে জল ঢুকে গিয়েছে পিচে। কিছু জায়গা ভেজা থাকায় ম্যাচ শুরুর আগেই উদ্বেগ প্রকাশ করেন খেলোয়াড়েরা। মেলবোর্ন অধিনায়ক নিক ম্যাডিনসন টস জিতে পারথকে ব্যাটিংয়ে পাঠানোর পরই জানান, ‘উইকেট একেবারে ভেজা। আমরা দেখতে চাই কী হতে চলেছে।’


পারথ ৬.৫ ওভারে ২ উইকেটে ৩০ রান করার পর খেলা বন্ধ করে দেওয়া হয়। ২০ রানে অপরাজিত থাকা অ্যারন হার্ডি প্রথমে মাঠের আম্পায়ারের কাছে অভিযোগ জানান যে, পিচে ব্যাটিং করা কঠিন হয়ে উঠছে। অন্য প্রান্তে থাকা জশ ইংলিসও একই কথা জানান। তারপরই মাঠ ছাড়েন খেলোয়াড়রা। ২০ মিনিট পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।


সপ্তম ওভারে অদ্ভুতুড়ে বাউন্স দেখে ম্যাচের ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা কিংবদন্তি রিকি পন্টিংও বলে ফেলেন, ‘অদ্ভুত’। প্রাক্তন অজি অধিনায়ক ও মেলবোর্ন তারকা অ্যারন ফিঞ্চও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এই ধরনের পিচে ব্যাটিং করলে বল খেলোয়াড়দের হেলমেট বা শরীরে আঘাত করতে পারে।


দ্বিতীয় ওভার থেকেই পিচ বিপজ্জনক আচরণ করতে শুরু করে। উইল সাদারল্যান্ডের বল প্রায় একই জায়গায় পড়লেও ভিন্ন আচরণ করে। রহস্যময় বাউন্সে ব্যাটারদের ভোগান্তিতে দ্বিধায় পড়ে যান উইকেটকিপার কুইন্টন ডি'ককও। 


বৃষ্টির পর মাঠকর্মীরা পিচ শুকনোর চেষ্টা করলেও লাভ হয়নি। পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড গোটা ঘটনা খতিয়ে দেখবে। যেভাবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল এবং সমর্থকেরা ও ক্রিকেটারেরা হতাশা নিয়ে মাঠ ছাড়ল, তা অনভিপ্রেত বলেও জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।


আরও পড়ুন: Mukesh Kumar Exclusive: তালতলার একচিলতে ঘর থেকে ভারতীয় ড্রেসিংরুম! হানিমুন মুলতুবি রেখে দক্ষিণ আফ্রিকায় মুকেশ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।