নয়াদিল্লি: রিও অলিম্পিক্সে শ্যুটারদের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের রিভিউ কমিটি গড়ল জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন৷ যার চেয়ারম্যান হচ্ছেন অভিনব বিন্দ্রা৷ বিন্দ্রাই প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে দেশের হয়ে সোনা জিতেছেন৷


 

রিও-তে শ্যুটিংয়ে কেন একটিও পদক এল না, তা খতিয়ে দেখবে রিভিউ কমিটি৷ পুরো বিষয়টি খতিয়ে দেখার পর তারা যে সমস্ত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করবে, তা কার্যকর করবে জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন৷

 

২০০৪, ২০০৮ এবং ২০১২ অলিম্পিকে শ্যুটিং থেকে পদক পেয়েছিল ভারত। এবারের অলিম্পিকেও পদকের আশা ছিল দেশবাসীর। কিন্তু শ্যুটাররা চূড়ান্ত হতাশ করেছেন। অলিম্পিকের পরেই অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন বিন্দ্রা। তবে তিনি অলিম্পিকে ব্যর্থতা খতিয়ে দেখবেন।

 

তদন্ত কমিটিতে বিন্দ্রা ছাড়াও আছেন প্রাক্তন টেনিস খেলোয়াড় মণীষা মালহোত্র, রাইফেল অ্যাসোসিয়েশনের সচিব রাজীব ভাটিয়া এবং দু জন সাংবাদিক। এ মাসের ৩০ বা ৩১ তারিখ এই কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা।