হানোই: ইন্স্যুরেন্সের টাকা পেতে নিজের অঙ্গই কেটে ফেলল ভিয়েতনামের এক মহিলা। হাত-পা কেটে ফেলার জন্য এক বন্ধুকে টাকাও দিয়েছে সে।
অসুস্থ ওই মহিলাকে ভর্তি করা হয় হানোই হাসপাতালে। তার বাঁ পা ও বাঁ হাতের এক তৃতীয়াংশ বাদ দিতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কোনও ভাবেই বিচ্ছিন্ন অঙ্গ আর জোড়া লাগানো যাবে না। হাত-পা খুইয়ে মহিলার অবস্থাও বেশ খারাপ।
সূত্রের খবর, বছর ৩০-এর ওই মহিলা পুলিশকে জানিয়েছিল, রেললাইন ধরে হাঁটার সময় পিছন দিক থেকে একটি ট্রেন এসে তাকে ধাক্কা মারে। তার এক বন্ধু উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এরপর ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ৩.৫ বিলিয়ন ডং(ভিয়েতনামের মুদ্রা) অর্থাত প্রায় ১৩০,০০০ মার্কিন ডলার দাবি করে সে।
এরপরই গোটা ঘটনায় প্রতারণার গন্ধ পায় ওই সংস্থা। এরপরই পুলিশে খবর দেয় তারা। পুলিশ। প্রথমে পুলিশ বিষয়টিতে নজর না দিলেও পরে জানতে পারে এই কাজের জন্য অর্থাৎ হাত পা কেটে ফেলার জন্য এক বন্ধুকে ২০০০ মার্কিন ডলার দিয়েছে সে।
পুলিশ জানিয়েছে, এধরনের ঘটনা সম্ভবত ভিয়েতনামে প্রথম। তাঁর বিরুদ্ধে প্রতারণা এবং ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করার কথা ভাবছে পুলিশ। এরকম যাতে আর না ঘটে তাই এই ঘটনা দৃষ্টান্তস্বরূপ রেখে সতর্ক করেছে পুলিশ।
.
ইন্স্যুরেন্সের টাকা পেতে হাত-পা কেটে ফেলল ভিয়েতনামের এক মহিলা
Web Desk, ABP Ananda
Updated at:
25 Aug 2016 12:19 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -