লন্ডন: আজ মহেন্দ্র সিংহ ধোনির জন্মদিন। ৪১ বছর পূর্ণ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। অবসরের পর ক্রিকেট থেকে এই মুহূর্তে অনেকটাই দূরে রয়েছেন। আর এবার  নিজের জন্মদিন আরও স্পেশাল করে নিলেন এমএসডি। ভারতে নয়, এই মুহূর্তে লন্ডনে রয়েছেন বিশ্বকাপজয়ী (World Cup Winning) ভারত অধিনায়ক (EX Indian Captain)। আর সেখানেই উইম্বলডনের মঞ্চে দেখা গেল বার্থ ডে (Happy Birthday) বয়কে। চুটিয়ে খেলা উপভোগ করলেন।


উইম্বলডনের মঞ্চে ধোনি


গতকাল উইম্বলডনের সোশ্যাল মিডিয়ায় ধোনির উপস্থিতিতর ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ধূসর রংয়ের ব্লেজার ও সাদা শার্টে অসাধারণ লাগছে ধোনিকে। নিজের বন্ধুদের সঙ্গে প্রিয় তারকার খেলা উপভোগ করছিলেন তিনি। মনে করা হচ্ছে যে নাদালের ম্যাচ দেখতেই উপস্থিত হয়েছিলেন ধোনি। চেন্নাই সুপার কিংসের সোশ্য়াল মিডিয়াতেও সেই ছবি পোস্ট করা হয়েছে।


 








ধোনির জন্মদিন পালন


খেলেন চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings)। তবে শুধু চেন্নাই নয়, গোটা দক্ষিণ ভারতেই তিনি 'থালা'। সেই মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) জন্মদিনে দক্ষিণ ভারতের তিন রাজ্যের মধ্যে জোর টক্কর।


লড়াইয়ের বিষয়, কারা ধোনির সবচেয়ে বড় কাট আউট তৈরির রেকর্ড দখল করবে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ধোনির ৩০ ফিট উচ্চতার কাট আউট তৈরি হয়েছিল ২০১৮ সালে। সেই রেকর্ড সেই বছরই ভেঙে যায় কেরলের কাছে। সেখানে তৈরি করা হয়েছিল ৩৫ ফিট উচ্চতার কাট আউট। তবে মহেন্দ্র সিংহ ধোনির সবচেয়ে বড় কাট আউটের রেকর্ড এবার দখল করতে চলেছে অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া। সেখানে তৈরি হয়েছে ধোনির ৪১ ফিট উচ্চতার কাট আউট।


গতকাল ভারতের সানিয়া মির্জার ম্যাচও ছিল। সেই ম্য়াচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন সুনীল গাওস্কর। 


 






আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি যুদ্ধের আগে রোহিতের জন্য জোড়া স্বস্তি