নয়াদিল্লি: ২০১৬ রিও অলিম্পিক্সে তাঁর ছত্রছায়াতে থেকেই জিমন্যাস্টিকে চতুর্থ স্থান অধিকার করেছিলেন দীপা কর্মকার। অল্পের জন্য সোনা মিস হয়েছিল। কিন্তু প্রশংসা কুড়িয়েছিলেন দীপা। এবার দীপার গুরু বিশ্বেশ্বর নন্দীকে আসন্ন কমনওয়েলথ গেমসের জন্য ভারতীয় জিমন্যাস্টিক দলের কোচ নিয়োগ করা হল। তাঁর কোচিংয়েই রিওতে আর্টিস্টিক জিমন্যাস্টকে অংশ নিয়েছিলেন দীপা। এরপর থেকে গোটা ভারতব্যাপী দীপা ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী ছিলেন খবরের শিরোনামে। এবার পুরো দলের কোচ হিসেবেই তাঁকে নিয়োগ করা হল। ছেঁটে ফেলা হল বিতর্কের কেন্দ্রে থাকা রোহিত জয়সোয়ালকে। মহিলা জিমন্যাস্ট দলের কোচ হিসেবে কাজ করার সময় না কি তিনি লুকিয়ে ভিডিও করছিলেন। এমনই গুরুতর অভিযোগ এনেছিলেন জিমন্যাস্ট অরুণা বুড্ডা রেড্ডি। এরপরই তাঁকে ছেঁটে ফেলা হল।
কী বলছেন বিশ্বেশ্বর?
নতুন দায়িত্ব পেয়ে স্বভাবতই খুশি বিশ্বেশ্বর। তিনি বলছেন, ''আমার বায়োমেট্রিক্স সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি ভিসা চলে আসবে আশা করছি। ২৯ জুলাইয়ের মধ্যে দলের সঙ্গে যোগ দিতে পারব।'' উল্লখ্য, বিশ্বেশ্বর নন্দীর কোচিংয়েই ২০১৮ আর্টিস্টিক জিমন্যাস্টিক বিশ্বকাপে ভল্টে সোনার পদক জিতেছিলেন দীপা, এছাড়াও ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমস এবং ২০১৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি।
কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা জিমন্যাস্ট দলে রয়েছেন প্রণতি নায়েক, বভলিন কৌর, রুতুজা নটরাজ, প্রতিষ্ঠা সামন্ত। নতুন মুখদের সঙ্গে কাজ করতে অসুবিধে হবে না তো? বিশ্বেশ্বর আশাবাদী। তিনি বলছেন, ''কোনও সমস্যা হবে বলে মনে করি না। ওদের আমি দীর্ঘ সময় ধরেই চিনি। এ ছাড়া প্রতিষ্ঠাকে আমি দীর্ঘদিন কোচিং করিয়েছি। ওর প্রতিভা রয়েছে। বড়া সম্ভাবনা দেখতে পাচ্ছি। এ বছর ইজিপ্ট এবং আজারবাইজানে বিশ্বকাপে ভালো পারফর্ম করেছে।''
এখন দেখার দীপা যে সাফল্য পেয়েছেন, বাকিরাও বিশ্বেশ্বর নন্দীর কোচিংয়ে কমনওয়েলথ গেমসে সেই সাফল্য পান কি না।
আরও পড়ুন: বার্মিংহ্য়াম কমনওয়েলথ গেমসের উদ্বোধনে ভারতের পতাকা বাহক নীরজ না সিন্ধু?