শারজা: উত্তেজক ম্যাচে পাকিস্তানকে দু’উইকেটে হারিয়ে টানা দু’বার দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। জয়ের জন্য ৩০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুনীল রমেশের ৯৩ ও অধিনায়ক অজয় রেড্ডির ৬৩ রানের সুবাদে জয় পায় ভারত। এই দুর্দান্ত সাফল্যের জন্য দৃষ্টিহীন ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



এবারের বিশ্বকাপে ভারতীয় দল একটি ম্যাচেও হারেনি। সেমিফাইনালে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছয় ভারত। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। নির্ধারিত ৪০ ওভারে পাকিস্তান আট উইকেটে ৩০৮ রান করে। বদর মুনির সর্বোচ্চ ৫৭ রান করেন। রিয়াসত খান ৪৮ ও নিসার আলি ৪৭ রান করেন। রান তাড়া করতে নেমে শেষদিকে পরপর কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, শেষপর্যন্ত জয় পায় ভারত।