জোহানেসবার্গ: বাংলার পেসার মহম্মদ শামিকে টেস্টে ভারতের সেরা বোলার বলে উল্লেখ করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ফ্যানি ডিভিলিয়ার্স। তিনি বলেছেন, ‘শামি ভাল বোলার। ও দক্ষিণ আফ্রিকার হয়েও খেলতে পারে। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে ও ভালভাবেই মানিয়ে যাবে। ও ঘণ্টায় ১৪০ কিমির বেশি গতিতে বল করতে পারে, দারুণ আউট স্যুইং করতে পারে, বল করার সময় জোরে ছুটে আসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ধারাবাহিকভাবে প্রথম স্লিপের লাইনে বল করে যায়।’

শামির প্রশংসা করে ডিভিলিয়ার্স আরও বলেছেন, ‘গ্লেন ম্যাকগ্রা, শন পোলক, ইয়ান বথামের মতো বোলাররা যে লাইনে বল করতেন, ডেল স্টেইন যে লাইনে বল করে, সেই লাইনেই বল করে শামি। ওই টেস্টে ভারতের সেরা বোলার।’

এই সিরিজের প্রথম দু’টি টেস্টেই ভারত হেরে গেলেও, পেসাররা ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। শামি এই সিরিজে এখনও পর্যন্ত ৯টি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পেসার ভেরনন ফিল্যান্ডারের পর শামিই দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। ভারতের পেস বোলারদের প্রশংসা করে ডিভিলিয়ার্স বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় বল করতে গেলে আউট স্যুইং করা জরুরি। শামি সেটা করতে পারে। হার্দিক পাণ্ড্যও পারে। তবে ওর বলে বেশি গতি নেই। ওর বলের গতি না বাড়াতে পারলে বেশি উইকেট নিতে পারবে না। যদিও অ্যাওয়ে-স্যুইং লাইনে বল করতে পারে বলে ও বিদেশের সিরিজে ভারতীয় দলে জায়গা পাবে। ভুবনেশ্বর কুমারও অ্যাওয়ে-স্যুইং লাইনে বল করতে পারে। কিন্তু ও সেঞ্চুরিয়নে খেলেনি।’