নয়াদিল্লি: অভিনেতা রণবীর সিংহের সঙ্গে পাকাপাকিভাবে হাত মেলাল ইপিএল বা ইংলিশ প্রিমিয়ার লিগ। তিনি ভারত সহ আন্তর্জাতিক দুনিয়ায় ইপিএলের প্রচার করবেন।
পাগল ফুটবল ভক্ত রণবীর বরাবরের আর্সেনাল সমর্থক। প্রিমিয়ার লিগের সব ম্যাচের মনোযোগী দর্শক তিনি, এমনকী খেলা দেখতে ইংল্যান্ডেও নিয়মিত হাজির হন। এবার তাঁর কাজ হবে ইপিএলের হয়ে ভারত জুড়ে ফ্যানদের মধ্যে নানা অনুষ্ঠান করা, ফুটবলের প্রতি তাঁর ভালবাসা সংক্রমিত করা সকলের মধ্যে। ইপিএল মনে করছে, এর ফলে ভারতের বিরাট বাজারে তাদের দর্শক সংখ্যা বাড়বে, বাড়বে ফুটবল নিয়ে আগ্রহও।
এই অংশীদারিত্ব উদযাপনের প্রথম পদক্ষেপ হিসেবে রণবীর আর্সেনাল বনাম লিভারপুলের ম্যাচ দেখবেন।
ইপিএল ভারতে ফুটবলের প্রসার তৃণমূল স্তরে যেমন করতে চায়, তেমনই ছড়িয়ে দিতে চায় অভিজাত স্তরে। ২০০৭ থেকে তারা চালু করেছে প্রশিক্ষণ ও রেফারিং সংক্রান্ত কাজের উন্নয়নমূলক আন্তর্জাতিক অনুষ্ঠান প্রিমিয়ার স্কিলস। তাদের সঙ্গে হাত মিলিয়েছে ব্রিটিশ কাউন্সিল, সাই ও আইএসএল। তরুণ প্রজন্মের মধ্যে দক্ষতা বাড়াতে ফুটবলকে ব্যবহার করে তারা।
ইপিএল জানিয়েছে, রণবীর ইপিএলের দীর্ঘ দিনের সমর্থক, ভারত সহ গোটা বিশ্বে তাঁর অসংখ্য অনুরাগী রয়েছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল ও তার উন্নতি নিয়ে তাঁর জ্ঞান আর ভালবাসাই এই অংশীদারিত্বের কারণ।
রণবীরও জানিয়েছেন, ইপিএলের সঙ্গে বোঝাপড়ায় যেতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি।
এ দেশে প্রচার করতে রণবীর সিংহের সঙ্গে হাত মেলাল ইংলিশ প্রিমিয়ার লিগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Dec 2017 02:46 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -