লন্ডন: কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (ক্যাস) ডোপিংয়ের দায়ে ধরা পড়া রাশিয়ান অ্যাথলিটদের রিও অলিম্পিক থেকে নির্বাসিত করার সিদ্ধান্ত বহাল রাখায় খুশি উসেইন বোল্ট। তাঁর মতে, এই রায়ের ফলে অ্যাথলিটদের কাছে কঠোর বার্তা যাবে যে ডোপিংয়ের ঘটনা বরদাস্ত করা হবে না। যারা ডোপিং করে তারা এবার ভয় পাবে।

 

রাশিয়ায় সরকারি মদতে ডোপিং চলার প্রমাণ পাওয়ার পরেই সেদেশের অ্যাথলিটদের রিও-তে যোগ না দিতে দেওয়ার সুপারিশ করে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। এই সুপারিশের পরেই রাশিয়ার অ্যাথলিটদের নির্বাসিত করার কথা ঘোষণা করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যাস-এ আবেদন জানিয়েছিল রাশিয়া। কিন্তু ক্যাস সেই আবেদন খারিজ করে দিয়েছেন।

 

রাশিয়ার অ্যাথলিটরা নির্বাসিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বোল্ট। তবে তিনি বলেছেন, নিয়ম মানতেই হবে। যদি উপযুক্ত কারণে গোটা দলকে নির্বাসিত করা হয়, তাহলে তিনি সেই সিদ্ধান্তকে সমর্থন করেন।

 

এবারের অলিম্পিকেই হয়তো শেষবারের মতো দৌড়তে দেখা যাবে বোল্টকে। তিনি ২০০৮ এবং ২০১২ অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার এবং রিলে রেসে সোনা জিতেছিলেন। এবারও তিনটি সোনা জিতে বিরল রেকর্ড গড়তে চান জামাইকার এই তারকা।

 

তবে অলিম্পিকে নামার আগে ফিটনেস নিয়ে কিছুটা চিন্তায় আছেন বোল্ট। তিনি এ বছর এখনও পর্যন্ত ২০০ মিটারে দৌড়ননি। অলিম্পিকের ট্রায়াল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। শুক্রবার লন্ডনে ২০০ মিটার দৌড়বেন তিনি। তার আগে বোল্ট বলেছেন, এখন আর তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট নেই। তিনি সুস্থ হয়ে গিয়েছেন। অলিম্পিকের জন্য পুরোপুরি তৈরি।