টাউন্সভিল: অস্ট্রেলিয়ার ন্যাশনাল পারফরম্যান্স স্কোয়াডে সুযোগ পেলেন ভারতীয় বংশোদ্ভূত অর্জুন নায়ার। আসন্ন কোয়াড্র্যাংগুলার উইন্টার ‘এ’ সিরিজে খেলবে এই দল। এই সিরিজে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলও খেলবে।

 

অর্জুন আগেই অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলেন। তিনি নিউ সাউথওয়েলশের হয়ে খেলেন। এবার ‘এ’ দলের সিরিজেও অভিষেক হচ্ছে তাঁর।

 

১৮ বছর বয়সি এই স্পিনার ‘ক্যারম বল’ করার জন্য বিখ্যাত হয়ে গিয়েছেন। ইউটিউবে রবিচন্দ্রন অশ্বিন ও সুনীল নারিনের বল করা দেখেই স্পিনের নানা কৌশল আয়ত্ত করেছেন অর্জুন। সেই কারণে তিনি ‘ইউটিউব কিড’ নামে পরিচিত।