লন্ডন: রিও অলিম্পিকের ঠিক আগে ১৯.৮৯ সময় করে ২০০ মিটার দৌড়ে প্রথম হলেন জামাইকার কিংবদন্তি উসেইন বোল্ট। ২০১২ অলিম্পিকে যে ট্র্যাকে ১০০ ও ২০০ মিটার এবং রিলে রেসে সোনা জিতেছিলেন, সেই একই ট্র্যাকে এ বছর প্রথম ২০০ মিটার দৌড়লেন বোল্ট। তিনি বুঝিয়ে দিলেন, হ্যামস্ট্রিংয়ের চোট সেরে গিয়েছে। রিও-তে নতুন রেকর্ড গড়ার জন্য তিনি তৈরি।

 

জয়ের পর বোল্ট বলেছেন, ‘আমি আস্তে আস্তে তৈরি হচ্ছি। এখনও পুরোপুরি তৈরি হইনি। আমাকে আরও পরিশ্রম করতে হবে। তবে এখনও সময় আছে। আমি তৈরি হয়ে যাব। চোট সেরে গিয়েছে দেখে ভাল লাগছে। অলিম্পিক খেতাব ধরে রাখতে পারব বলেই আমি আত্মবিশ্বাসী।’

 

তবে এদিন বোল্টের চেয়েও বেশি নজর কেড়ে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাথলিট কেন্দ্রা হ্যারিসন। তিনি ১০০ মিটার হার্ডলসে ২৮ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন। ১৯৮৮ সালে বুলগেরিয়ার ইয়র্ডানকা ডনকোভা ১২.২১ সেকেন্ড সময় করেছিলেন। হ্যারিসন তাঁর চেয়ে ০.০১ সেকেন্ড কম সময় করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন।

 

কিন্তু বিশ্বরেকর্ড গড়া হ্যারিসনের রিও অলিম্পিকে যাওয়া হচ্ছে না। তাঁকে দলে রাখা হয়নি। সেই কারণে হতাশ এই অ্যাথলিট বলছেন, ‘আমি কী করতে পারি সেটা সবাইকে দেখিয়ে দেওয়ার ইচ্ছা ছিল।’ তবে এই রেকর্ডেও অলিম্পিক দলে সুযোগ না পাওয়ার হতাশা যাচ্ছে না হ্যারিসনের।