অ্যান্টিগা: পাঁচ বছর আগে এই ক্যারিবিয়ান সফরেই অভিষেক হয়েছিল বিরাট কোহলির। সেদিনের তরুণ ক্রিকেটার মোটেই ভাল খেলতে পারেননি। গোটা সফরটাই বাজে কেটেছিল তাঁর। আর এবার অধিনায়ক হয়ে ওয়েস্ট ইন্ডিজে এসে প্রথম টেস্টেই জীবনের প্রথম দ্বিশতরান করে ফেললেন। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরও হয়ে গিয়েছে। স্বভাবতই তৃপ্ত কোহলি।
এর আগে কোনও ভারত অধিনায়ক দেশের বাইরে টেস্টে দ্বিশতরান করতে পারেননি। কোহলিই সেই নজির গড়লেন। এই অসাধারণ ইনিংসের পর ভারত অধিনায়ক বলেছেন, ‘এখানেই আমার অভিষেক হয়েছিল। সেবার আমি মনে রাখার মতো পারফরম্যান্স করতে পারিনি। ২০১১ সালের সেই সিরিজে আমার গড় ছিল মাত্র ১৫। ওয়েস্ট ইন্ডিজে ফিরে এসে ডাবল সেঞ্চুরি করতে পেরে খুব ভাল লাগছে। অতীতে আমি বড় রান করার সুযোগ হারিয়েছি। কিন্তু আমি জানতাম, আমার বড় স্কোর করার ক্ষমতা আছে। এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে আমার প্রথম দ্বিশতরান। এটা করতে পেরে আলাদা তৃপ্তি হচ্ছে।’
টেস্ট ক্রিকেটকে বরাবরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছেন কোহলি। এখনও তাঁর কাছে টেস্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধিনায়কের মতে, গোটা দলই টেস্টকে আলাদা গুরুত্ব দেয়। তাই টেস্টে ভাল পারফরম্যান্স করতে পেরে তিনি খুশি।
ভারত এই টেস্টে পাঁচ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে খেলছে। এর ফলে অধিনায়কের উপর বাড়তি দায়িত্ব এসে গিয়েছে। তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন। সেটা করতেও পেরেছেন। কোহলিই দলের সেরা পারফর্মার। এই একটা ইনিংসই পাঁচ বছর আগের যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে।
পাঁচ বছর আগে অভিষেকে তেমন কিছু করতে পারেননি, আজ দ্বিশতরানে তৃপ্ত কোহলি
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jul 2016 09:18 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -