মুম্বই: মহারাষ্ট্রে ভয়াবহ খরার পরিপ্রেক্ষিতে ৯ এপ্রিল মুম্বইয়ে প্রথম আইপিএল ম্যাচ স্থগিত রাখার দাবি উঠেছিল। কিন্তু তাতে সায় দিল না বম্বে হাইকোর্ট। হাইকোর্ট বলেছে, প্রথম ম্যাচটি বাতিলের দাবিতে পিটিশনটি পেশ হয়েছে অনেক দেরিতে।
তবে আইপিএল ম্যাচের পিচ ঠিক রাখতে কোথা থেকে স্টেডিয়ামে জল সরবরাহের বন্দোবস্ত করবে, ১২ এপ্রিল তা জানাতে মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে সেদিন।
রাজ্যে খরার জেরে তীব্র জলকষ্টের কারণ দেখিয়ে আইপিএল ম্যাচের আয়োজন না করার দাবি উঠেছে। মানুষ জল পাচ্ছে না, তখন কেন মাঠের পিচ ঠিক রাখতে লক্ষ লক্ষ লিটার জল ঢালা হবে, এই প্রশ্ন তুলেই ম্যাচ অন্যত্র সরানোর দাবি উঠেছে।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের তিন শহর পুনে, মুম্বই ও নাগপুরে ২০টি আইপিএলের ম্যাচ হওয়ার কথা।
আজ ম্যাচ বাতিল করার দাবিতে আবেদনকারীর তরফে বলা হয়, আইপিএল শুধুই টাকা তোলার বাণিজ্যিক উত্সব। মুম্বই কয়েক মাসের মধ্যেই শুকিয়ে যাবে। পুনেতে জল কিনতে হচ্ছে। নাগপুরে শৌচকর্ম করার জলও নেই!
তবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, এখন টুর্নামেন্টের সূচি বদলানো সম্ভব নয়। মাত্র তিনদিন বাকি। কেন শেষ মূহূর্তে আবেদন? দর্শকরা টিকিট কেটে ফেলেছেন। ক্রিকেটাররাও আসতে শুরু করে দিয়েছেন।
আবেদনকারীরা বলেন, ২০টি ম্যাচের জন্য ৬০ লক্ষ লিটার জল লাগবে। যদিও মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন গতকাল আদালতে বলেছিল, শুধু মুম্বইয়ের ম্যাচগুলির জন্য ৪০ লক্ষ লিটার জলের দরকার হবে।
এদিনও বিসিসিআইকে হাইকোর্ট কঠোর মনোভাব দেখিয় বলে, মানুষ না খেলা- কোনটা আগে, এটা তো অগ্রাধিকারের প্রশ্ন। মানুষ কষ্ট পাচ্ছে, তখন আপনারা কি বাগান, স্টেডিয়ামের হাল ঠিক রাখা নিয়ে ভাববেন?
মহারাষ্ট্রে খরা: প্রথম আইপিএল ম্যাচ বন্ধ রাখতে রাজি হল না আদালত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Apr 2016 01:24 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -