মোনাকো: মন্টে কার্লো মাস্টার্সে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের রোহন বোপান্না ও তাঁর পার্টনার উরুগুয়ের পাবলো কুইভাস। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বোপান্নারা হারালেন স্পেনের ফেলিসিয়ানো লোপেজ ও মার্ক লোপেজকে। ইন্দো-উরুগুয়ান জুটির পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৩-৬, ১০-৪। ১ ঘণ্টা ১৪ মিনিটের লড়াইয়ের পর জয় পেয়েছেন বোপান্নারা।
এই প্রথম কুইভাসের সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন হলেন বোপান্না। এর আগে তিনি এ বছরের জানুয়ারিতে চেন্নাই ওপেন জেতেন। দুবাই ওপেনের ফাইনালে অবশ্য হেরে যান বোপান্না। তবে এবার তিনি ফের খেতাব জিতলেন।
মন্টে কার্লো মাস্টার্স চ্যাম্পিয়ন বোপান্না
Web Desk, ABP Ananda
Updated at:
23 Apr 2017 05:21 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -