নয়াদিল্লি: আইপিএল-এ নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগস্পিনার শেন ওয়ার্ন। তাঁর এই দলে নেই সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগ। একইসঙ্গে অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটারকেই নিজের দলে রাখেননি ওয়ার্ন। তাঁর পছন্দের দলে চার বিদেশি হলেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাকালাম, জ্যাক কালিস ও লসিথ মালিঙ্গা। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।


ফেসবুকে এই দল ঘোষণা করেছেন ওয়ার্ন। ওপেনার হিসেবে আছেন গেইল ও ম্যাকালাম। তিন নম্বরে কালিস। চার নম্বরে বিরাট কোহলি। তাঁর নামের বানান ভুল লিখেছেন ওয়ার্ন। ‘কোহলি’ হয়ে গিয়েছেন ‘খোলি’। পাঁচ নম্বরে রোহিত শর্মা। ৬ নম্বরে যুবরাজ সিংহ। সাত নম্বরে ধোনি। এরপর রবীন্দ্র জাডেজা, হরভজন সিংহ, মালিঙ্গা ও উমেশ যাদব।

অনেক ক্রিকেটপ্রেমীই ওয়ার্নের এই দল নিয়ে খুশি নন। আইপিএল-এ সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের অন্যতম সুরেশ রায়নাকে দলে না রাখায় অনেকেই ওয়ার্নের সমালোচনা করছেন। কালিস ও উমেশ দলে থাকায় অনেকেই অবাক। রবিচন্দ্রন অশ্বিনের বদলে হরভজনকে দলে নেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনায় সরব অনেক ক্রিকেটভক্ত।