মাঝপথে মাঠ ছাড়ায় রেনশর সমালোচনায় বর্ডার
Web Desk, ABP Ananda | 23 Feb 2017 09:53 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
সিডনি: ব্যাট করার সময় ‘টয়লেট ব্রেক’ নেওয়ায় ম্যাট রেনশর তীব্র সমালোচনা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার। তিনি বলেছেন, ‘কোনও একজন ব্যাটসম্যান সামান্য অসুস্থ হলেই প্যাভিলিয়নে ফিরে যাবে, এটা আমি ভাবতেই পারি না। আমার আশা, ম্যাট রেনশ নিশ্চয়ই টেবলে অর্ধমৃত অবস্থায় শুয়ে থাকবে। সেটা না হলে অধিনায়ক হিসেবে আমি খুশি হতাম না। এরকম ঘটনা এর আগে আমি দেখিনি।’ রেনশর সমালোচনা করলেও, একইসঙ্গে বর্ডার বলেছেন, ডেভিড ওয়ার্নার আউট না হলে বোধহয় রেনশ সেই সময় প্যাভিলিয়নে ফিরতেন না। তিনি পরিস্থিতিকে কাজে লাগতে চেয়েছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন, দৌড়ে প্যাভিলিয়নে গিয়ে টয়লেট সেরে আবার মাঠে ফিরবেন। কিন্তু সেটা হয়নি।