ওয়েলিংটন: ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বিরাট কোহলিকে আউট করাই তাঁর লক্ষ্য। এমনই জানালেন নিউজিল্যান্ডের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট। তিনি নিউজিল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বিরাট কোহলি একজন অসাধারণ ক্রিকেটার। ও কতটা ভাল খেলে, সেটা সবাই জানে। যাদের বিরুদ্ধে খেলতে গেলে নিজের সেরাটা দিতে হয়, তাদের বিরুদ্ধে আমি খেলতে পছন্দ করি। সেই কারণে খেলতে নামার জন্য মুখিয়ে আছি।’

গত বছর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলার সময় বোল্টের ডান হাতের হাড় ভেঙে যায়। সেই চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিনি। ক্লাবের হয়ে ম্যাচে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এবার টেস্ট সিরিজে ভাল পারফরম্যান্স দেখাতে চান এই পেসার।

শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে ৫-০ উড়িয়ে দিলেও, একদিনের সিরিজে আবার ০-৩ হেরে গিয়েছে ভারত। এবার টেস্ট সিরিজে লড়াই হবে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত। সেই অবস্থান ধরে রাখাই বিরাটদের লক্ষ্য।