মহিলাদের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ রানে জয় ভারতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Feb 2020 05:14 PM (IST)
আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১০৭ রান করেন হরমনপ্রীত কউররা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ৭ উইকেটে ১০৫ রান।
অ্যালবিয়ন: শুক্রবার থেকে শুরু হচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। তার আগে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ২ রানে জয় পেল ভারত। বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ প্রস্তুতি ম্যাচ ছিল। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায়। আজকের ম্যাচ জয়ের ফলে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১০৭ রান করেন হরমনপ্রীত কউররা। ভারতের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন দীপ্তি শর্মা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ৭ উইকেটে ১০৫ রান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও ভাল করেন দীপ্তি। শিখা পাণ্ডেও ভাল বোলিং করেন।