সিডনি: আসন্ন টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য শুধু ব্যাটিং বিভাগেই না, বোলিংয়েও পার্টনারশিপ দরকার বলে মনে করছেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বোলিং করার সময়ও পার্টনারশিপ গড়ে তুলতে হবে। ম্যাচে প্রত্যেকের ভূমিকা বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।’
৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। তার আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বোলাররা ভাল অনুশীলনের সুযোগ পেয়েছেন বলে মনে করছেন অশ্বিন। তিনি টেস্ট সিরিজের পরিকল্পনার বিষয়ে বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় শেষবার আমি খুব ভাল পারফরম্যান্স দেখিয়েছিলাম। সেই সফর আমার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এবারও সেভাবেই খেলার চেষ্টা করব। প্রস্তুতি ম্যাচে যেভাবে খেলতে চেয়েছিলাম সেটাই করতে পেরেছি। আমি দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। তাই অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পেয়ে খুশি। আগামী ৪-৫ দিন টেস্ট ম্যাচের জন্য আরও ভালভাবে প্রস্তুতি নেব।’
অস্ট্রেলিয়াকে হারাতে বোলিংয়েও পার্টনারশিপ চাই, মত অশ্বিনের
Web Desk, ABP Ananda
Updated at:
30 Nov 2018 05:22 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -