ইসলামাবাদ: পেশোয়ারের কিসা খাওয়ানি বাজারে ঋষি কপূরের পৈত্রিক বাড়িটিকে শীঘ্রই মিউজিয়াম বানিয়ে তুলবে পাকিস্তান সরকার। পাক সফরে যাওয়া ভারতীয় সাংবাদিকদের এ কথা জানিয়ে সেদেশের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলিউড অভিনেতার পূর্বপুরুষের ভিটেয় সংরক্ষণাগার তৈরির সিদ্ধান্ত জানিয়ে বলেন, ঋষি কপূরই আবেদন করেছিলেন, যেন পেশোয়ারের তাঁদের পৈত্রিক বাড়িটিকে মিউজিয়াম বা ওই জাতীয় কোনও প্রতিষ্ঠানে পরিণত করা হয়। সেই আবেদন গ্রহণ করেছি আমরা। ঋষি কপূর পেশোয়ারের বাড়িটি সংরক্ষণের জন্য তাঁকে ফোন করে আবেদন করেছেন, আমরা তাতে ইতিবাচক সাড়া দিয়েছি বলে জানান পাক অভ্যন্তরীণমন্ত্রী শাহরিয়ার খান আফ্রিদি। বলেন, উনি আমায় ফোন করে ওনার পৈত্রিক বাসস্থানটিকে মিউজিয়াম করে তোলার ব্যাপারে কথা বলেন। ফেডেরাল ও প্রাদেশিক সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে, বাড়িটিকে শীঘ্রই মিউজিয়ামে পরিণত করা হবে।
কিসা খাওয়ানি বাজারের কপূর পরিবারের সেই বাড়ি তৈরি করেছিলেন বলিউডের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব পৃথ্বীরাজ কপূর। পেশোয়ারেই ১৯২৪ এর ১৪ ডিসেম্বর জন্ম হয় পৃথ্বীর সন্তান, আরেক শীর্ষ ব্যক্তিত্ব রাজ কপূরের। ১৯৪৭-এ দেশ বিভাজনের পর পেশোয়ার ছেড়ে এপারে চলে আসে কপূর পরিবার।
ঋষির আবেদনে সাড়া, পেশোয়ারে কপূর পরিবারের বাড়িকে মিউজিয়াম বানাচ্ছে পাকিস্তান সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
30 Nov 2018 02:22 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -