দেখুন: বোলিং করতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন বোলার, বড়সড় চোট থেকে অল্পের জন্য রক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Sep 2019 06:37 PM (IST)
মার্শ কাপে বড়সড় চোট থেকে রক্ষা পেলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার বোলার ওয়েস আগার। কুইন্সল্যান্ড বুলসের বিরুদ্ধে বোলিং করতে গিয়ে বল ছাড়ার আগেই পপিং ক্রিজে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে যান তিনি।
সিডনি: মার্শ কাপে বড়সড় চোট থেকে রক্ষা পেলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার বোলার ওয়েস আগার। কুইন্সল্যান্ড বুলসের বিরুদ্ধে বোলিং করতে গিয়ে বল ছাড়ার আগেই পপিং ক্রিজে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। এতে বড়সড় চোট পাওয়ার আশঙ্কা ছিল তাঁর। কিন্তু অল্পের জন্য তা থেকে রক্ষা পেয়েছেন আগার। ক্রিকেট অস্ট্রেলিয়া এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ভিডিওতে দেখা গিয়েছে, সামনের পায়ের সঙ্গে পিছনে পা জড়িয়ে পড়ে যান তিনি। আম্পায়ার সঙ্গে সঙ্গেই ডেড বল ঘোষণা করেন। ক্রিকেট অস্ট্রেলিয়া ওই ভিডিও ট্যুইট করে বলেছেন, এটা বিপজ্জনক হতে পারত। ইনিংসের একেবারে প্রথম ওভারেই আগার চোট পাওয়ার হাত থেকে রক্ষা পান। এরপর আরও ছয় ওভার বল করেন তিনি। তবে ৩৯ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। কুইন্সল্যান্ড এই ম্যাচে অনায়াসে জয় পায়।