নয়াদিল্লি: বিশ্বকাপের পর ভারতীয় দলের নীল জার্সিতে আর দেখা যায়নি মহেন্দ্র সিংহ ধোনিকে। বিশ্বকাপের পর ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। দুই মাসের বিরতি নিয়ে তাঁর রেজিমেন্টে প্রশিক্ষণ নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজেও তিনি ভারতীয় স্কোয়াডে তিনি ছিলেন না। এখন বলা হচ্ছে, পিঠের সমস্যা নিয়েই বিশ্বকাপে গিয়েছিলেন তিনি। টুর্নামেন্ট চলাকালে ওই সমস্যা আরও বেড়ে যায়। কব্জিতেও চোট পেয়েছিলেন তিনি। বিসিসিআই সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নভেম্বরের মধ্যে পুরোপুরি ফিট হয়ে যাবেন ধোনি।
ভারতীয় দলের সবচেয়ে ফিট খেলোয়াড় ধোনি।
প্রতিবেদনে বলা হয়েছে, একের বেশি মরশুমে পিঠের চোটের সমস্যা তাঁকে ভোগাচ্ছিল। গত বছর আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি ৭৯ রান করেছেন। এরপর ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, তাঁর পিঠের চোটের অবস্থা ভালো নয়। কিন্তু কতটা খারাপ তা তাঁর জানা নেই।
চলতি বছরের আইপিএল চলাকালে ধোনি বলেছিলেন, পিঠের সমস্যাটা রয়ে গিয়েছে। তবে সমস্যা আরও বাড়েনি। এখন এই চোট নিয়ে মাথা ঘামালে চলবে না। কারণ, বিশ্বকাপ অনেক বেশি গুরুত্বপূর্ণ।
টিম ম্যানেজমেন্ট যে ধোনির পাশেই রয়েছে, তা একাধিকবার স্পষ্ট করে দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচের আগে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি তাঁর পূর্বসূরীর উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ধোনির সবচেয়ে ভালো দিকটা হল যে, তিনি সবসময় ভারতীয় ক্রিকেটকে নিয়ে ভাবনাচিন্তা করেন। আমরা যেটা ভাবি ধোনি ঠিক সেটাই ভাবেন। তরুণ ক্রিকেটারদের তৈরি করে তোলার ক্ষেত্রে তাঁর দৃষ্টিভঙ্গি দুর্দান্ত।
চোটের কারণেই দলে বাইরে ধোনি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Sep 2019 04:31 PM (IST)
বিশ্বকাপের পর ভারতীয় দলের নীল জার্সিতে আর দেখা যায়নি মহেন্দ্র সিংহ ধোনিকে। বিশ্বকাপের পর ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। দুই মাসের বিরতি নিয়ে তাঁর রেজিমেন্টে প্রশিক্ষণ নেন তিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -