জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম দু’টি টেস্টে হারলেও, আজ তৃতীয় টেস্টে জয়ের পর বোলারদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘বোলাররাই সবচেয়ে ইতিবাচক দিক। আমরা এর আগে কোনওদিন একটা সিরিজে ৬০ উইকেট নিতে পারিনি। আমরা কয়েকটি ভুল শুধরে নিতে চাই। লোয়ার অর্ডার দারুণ মানসিকতা দেখিয়েছে। এই জয়ের অনুভূতি দুর্দান্ত। ব্যাটসম্যান হিসেবে আমরা যদি আরও ভালভাবে পরিবেশের মোকাবিলা করার কথা ভাবি, তাহলে দেশের বাইরে সেটা করতে পারি।’
আগেই সিরিজ হেরে গেলেও, তৃতীয় টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ব্যবধান কমিয়েছে ভারত। ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকদের বিরাট বলেছেন, ‘পিচ খুব কঠিন ছিল। সেখানে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য আমাদের উপযুক্ত মানসিকতা দেখানোর দরকার ছিল। আমাদের ছেলেরা দারুণ সাহস দেখিয়েছে। অনেকেই প্রথমে ব্যাট করতে নেমে ভাল পারফরম্যান্স দেখাতে পারে না। সিরিজ হারের পরেও এই মানসিকতা দেখানোর জন্য দলকে কুর্ণিশ জানাচ্ছি।’
বিরাট আরও বলেছেন, ‘ক্রিকেট একটা মজার খেলা। একজন ব্যাটসম্যানকে আউট করার জন্য অনেক উপায়ের কথা ভাবা যায়। (হাশিম) আমলা ও (ডিন) এলগার ভাল খেলেছে। টেস্ট ক্রিকেটে চাপের মুখে যখন পরপর উইকেট পড়ে যায়, তখন ফিরে আসা খুব কঠিন।’
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি বলেছেন, ‘আমি মনে করি ভারত আমাদের এই টেস্টে পর্যুদস্ত করেছে। আমরা ভাল খেলতে পারিনি। আমরা আগের টেস্টের মতো ভাল বোলিং করতে পারিনি। ফিল্ডিংও সেঞ্চুরিয়নের তুলনায় খারাপ হয়েছে। ভারত আমাদের চেয়ে ভাল খেলেছে।’
বোলারদের পারফরম্যান্সই সবচেয়ে ইতিবাচক দিক, সিরিজ হারের পর বলছেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jan 2018 11:02 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -