সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচের শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রানের। ক্রিজে ছিলেন দীনেশ কার্তিক। তাই ভারতীয় সমর্থকরা একটা রোমাঞ্চকর পরিণতির অপেক্ষায় ছিলেন। তাঁরা আশায় ছিলেন, আরও একটা দুর্দান্ত জয় এনে দেবেন কার্তিক। কিন্তু অজি বোলার মার্কাস স্টোয়নিসও তাঁর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তৈরি ছিলেন। আগে থেকে পরিকল্পনা করে রাখা বলেই কার্তিককে তুলে নিয়ে ভেস্তে দিলেন মেন ইন ব্লু-র জয়ের স্বপ্ন।
শেষ ওভারে বোলিং করতে এসে অজি ফাস্ট বোলার প্রথমে তৃতীয় বলে ক্রুনাল পান্ড্যকে তুলে নেন। চতুর্থ বলে যখন স্ট্রাইক পেলেন কার্তিক তখন প্রতি বলেই ব্যাট চালানো ছাড়া অন্য কিছু করার ছিল না তাঁর। স্টোয়নিসের বল কার্তিক বাউন্ডারির বাইরে পাঠাতে চাইছিলেন। কিন্তু স্টোয়নিসের স্লোয়ার বলে সফল হলেন না তিনি। লং অফ বাউন্ডারিতে জেসন বেহরেনড্রফের হাতে ধরা পড়লেন তিনি।



ম্যাচের পর স্টোয়নিস জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে ডেথ ওভারে বলের গতি কমিয়ে দেওয়া পূর্ব পরিকল্পিত।
স্টোয়নিস বলেছেন, ম্যাচের শুরুতে ফিঞ্চ বলেছিল যে, আমাকে শেষ ওভার বোলিং করতে হতে পারে, বিশেষ করে অ্যাডাম জাম্পা যদি খেলে। আমার পরিকল্পনটা ছিল খুবই সহজ। বলের গতি কমিয়ে ওদের লম্বা বাউন্ডারির দিকে খেলাতে বাধ্য করা। সেই পরিকল্পনা অনুযায়ী বল করেই সফল হয়েছি।
গতকালের ম্যাচে জিতে টি ২০ সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। আগামী ম্যাচ খেলা হবে আগামী শুক্রবার মেলবোর্নে।