কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার পিচ থেকে অতিরিক্ত বাউন্স পাওয়ার সম্ভাবনাকে স্বাগত জানালেও, লাল কোকাবুরা বলকে নিয়ন্ত্রণে রাখা আসন্ন সিরিজে চ্যালেঞ্জের হবে বলেই মনে করছেন ভারতীয় দলের অন্যতম সেরা পেসার ভুবনেশ্বর কুমার। তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে এলে প্রথম যে কথাটা মাথায় আসে সেটা হল বাউন্সি উইকেট। কিন্তু ম্যাচের সময় কী ধরনের উইকেট পাওয়া যাবে, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। ব্যাটসম্যানদের বাউন্সের মোকাবিলা করতে হতে পারে। বোলারদের ক্ষেত্রেও এটা সমস্যার বিষয় হতে পারে। বোলিং করার ক্ষেত্রে কোকাবুরাই সবচেয়ে কঠিন বল। ২৫-৩০ ওভারের পর বল থেকে আর বিশেষ স্যুইং বা বাউন্স আদায় করা যায় না। আমরা সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি হচ্ছি।’
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের প্রথম টেস্ট শুরু ৫ জানুয়ারি থেকে। তার আগে ভারত কোনও প্রস্তুতি ম্যাচ খেলছে না। গতকাল দু’বেলা অনুশীলন করে ভারতীয় দল। কিন্তু আজ ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট ক্লাবের ভেজা মাঠ ও ঝোড়ো হাওয়ার দাপটে ভুবনেশ্বররা ইন্ডোরেই অনুশীলন করতে বাধ্য হন।
অনুশীলনের পর ভুবনেশ্বর বলেছেন, ‘আমরা এখনও স্ট্র্যাটেজি নিয়ে কথা বলিনি। এখন বেসিকের উপর জোর দিচ্ছি। প্রথম টেস্ট শুরু হওয়ার দু’দিন আগে হয়তো ব্যাটসম্যান অনুযায়ী বল করার পরিকল্পনা ঠিক হবে। টেস্টের জন্য তৈরি হওয়ার লক্ষ্যে গতকাল আমরা দু’বেলা অনুশীলন করি। টেস্ট ম্যাচ ৬ ঘণ্টা ধরে চলে। তাই আমরা দু’বার বল করেছি। আমরা যত বেশিক্ষণ সম্ভব বল করতে চাইছিলাম।’
ভারতীয় দল এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরতে পারেনি। তবে ভুবনেশ্বরের মতে, বর্তমান ফর্মের বিচারে ভারতীয় দলের এবার সিরিজ জেতার ভাল সুযোগ আছে। দলের সবাই আত্মবিশ্বাসী।
কোকাবুরা বল নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জের, বলছেন ভুবনেশ্বর
Web Desk, ABP Ananda
Updated at:
31 Dec 2017 07:01 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -