পাকিস্তানকে হারিয়ে টেস্ট জয়ের খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ
Web Desk, ABP Ananda | 03 Nov 2016 06:59 PM (IST)
শারজা: সিরিজের তৃতীয় টেস্টে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে প্রায় দেড় বছর টেস্ট ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালের মে মাসে শেষবার টেস্টে জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা। তারপর ফের জয় এল। জেসন হোল্ডারের নেতৃত্বে এই প্রথম টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের প্রথম দুই টেস্ট জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে এই টেস্ট নিয়মরক্ষার ছিল। পাকিস্তান বিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারে কি না, সেটাই দেখার ছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে শেষ টেস্টে জয় তুলে নিল ক্যারিবিয়ানরা। জয়ের নায়ক ক্রেগ ব্রেওয়েট। প্রথম ইনিংসে অপরাজিত ১৪২ রান করার পরে দ্বিতীয় ইনিংসেও ৬০ রানে অপরাজিত থাকলেন ক্যারিবিয়ান ওপেনার। দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান তাড়া করতে নেমে একসময় ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই পরিস্থিতি থেকে শেন ডাউরিচ (৬০ অপরাজিত) ও ব্রেথওয়েট জয় এনে দেন। নিজের অধিনায়কত্বে প্রথম টেস্ট জেতার পর হোল্ডার বলেছেন, ‘আমরা এই ম্যাচে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছি। দীর্ঘদিনের চেষ্টায় এই জয় এল। আমাদের তরুণ দল এক সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সিরিজে আমরা ভাল খেলেছি। জয়ের কৃতিত্ব ক্রেগের (ব্রেওয়েট) প্রাপ্য। ও প্রথম ইনিংসে অসাধাণ ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়েছে।’ পাক অধিনায়ক মিসবা উল হক ৪৯টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ইমরান খানকে টপকে গেলেন। কিন্তু এই টেস্টেই দল হারায় তিনি হতাশ। হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দুষছেন মিসবা।