লন্ডন: লর্ডসে চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চারের বলে আহত হলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। জোফরা আর্চারের এই বাউন্সার তাঁর কানের নিচে ঘাড়ে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান স্মিথ। সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে আসেন ইংল্যান্ডের খেলোয়াড়রা। অস্ট্রেলিয়া দলের ফিজিও মাঠে এসে আঘাত পরীক্ষা করে দেখেন। চলে আসেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড-উভয় দলের মেডিক্যাল কর্মীরা। শুশ্রুষার পর তিনি উঠে দাঁড়ান।কিন্তু অস্ট্রেলিয়া দলের চিকিত্সক রিচার্ড শ-র সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে যান স্মিথ। যখন আহত হন তখন স্মিথ ১৫২ বলে ৮০ রানে ব্যাটিং করছিলেন।
প্যাভিলিয়নে ফেরত যাওয়ার পর পিটার সিডল আউট হতেই ফের ব্যাট করতে নেমে পড়েন তিনি। তবে আর মাত্র ১২ রান যোগ করে আউট হন স্মিথ। এই সিরিজের তৃতীয় শতরান থেকে মাত্র ৮ রান দূরেই থামতে হল তাঁকে।
স্মিথ যখন রিটায়ার্ড হার্ট হয়েছিলেন, তখন অস্ট্রেলিয়ার রান ছিল ছয় উইকেটে ২০৩। তিনি যখন মাঠের বাইরে যাচ্ছিলেন তখন দর্শকরা করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান।
সিরিজের প্রথম টেস্টে বার্মিহামে দলের জয়ের নায়ক ছিলেন তিনিই। ওই টেস্টের দুটি ইনিংসের শতরান আসে তাঁর ব্যাট থেকে।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৫৮ রানের জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২৫০ রানে শেষ হয়।
জোফরা আর্চারের বাউন্সারে আহত হলেন স্টিভ স্মিথ, কিছুক্ষণ পরই ফের নামলেন ব্যাট হাতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2019 10:06 PM (IST)
লর্ডসে চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চারের বলে আহত হলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। জোফরা আর্চারের এই বাউন্সার তাঁর কানের নিচে ঘাড়ে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান স্মিথ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -