মুম্বই: গতকাল এবারের আইপিএলের প্রথম ম্যাচে একে অপরের বিপক্ষে খেলতে নেমেছিলেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো এবং কায়রন পোলার্ড। ব্র্যাভো চেন্নাইয়ের হয়ে, পোলার্ড মুম্বইয়ের হয়ে। ম্যাচের শেষে একই সংখ্যার জার্সি পরার কারণ জানালেন ব্যাভো। তিনি বললেন, আসলে তাঁরা দুজনের দুটি কৃতিত্ব উদযাপনের জন্যই ওই নম্বরের জার্সি পরেছিলেন। মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের জয়ের নায়ক বলেছেন, প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ টি ২০ ম্যাচ খেলেছেন পোলার্ড। আর আমি প্রথম বোলার হিসেবে আমি টি ২০ তে ৪০০ উইকেট নিয়েছি। তাই আমাদের মধ্যে কথা হয় যে, আইপিএলের প্রথম ম্যাচে যদি খেলতে পারি, তাহলে আলাদা কিছু করব। ৩০ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার পর ব্র্যাভো বলেছেন, এটা আমাদের দুজনের কাছে দারুণ একটা কৃতিত্ব। পোলার্ড মুম্বইয়ের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে। আর আমি চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের সঙ্গে। দুই দলই আমাদের ইচ্ছা পূরণের অনুমতি দেয়। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে আমরা আমাদের জার্সি নম্বর যথাক্রমে ৪৭ ও ৫৫ পরেই মাঠে নামব। মুম্বইয়ের বিরুদ্ধে সাতটি ছক্কা ও তিনটি বাউন্ডারি দিয়ে সাজানো ব্র্যাভোর ইনিংসের সৌজন্যে চেন্নাই জয়ী হয়েছে। শেষ তিন ওভারে মুম্বইয়ের বোলাররা দেয় ৫০ রান। ব্র্যাভো বলেছেন, তাঁর বয়স এখন ৩০ ছাড়িয়েছে। সবে চোট সারিয়ে ফিরেছেন। তাই তাঁকে সতর্ক থাকতে হবে। ব্র্যাভো বলেছেন, ইনিংসটা শুরু করেছিলাম ধীরে। ম্যাচের গতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজন ছিল। তিনি বলেছেন, শেষের দিকে ম্যাচটা ধরে নিই আমরা। ওই পর্বের জন্যই আমি স্পেশ্যালিস্ট। এ সব ক্ষেত্রেই দলের আমাকে প্রয়োজন। অধিনায়ক ধোনি আমার ওপর বিশ্বাস রেখেছে এবং চেন্নাইয়ে মূলত ম্যাচ ফিনিস করাই আমার ভূমিকা। ব্র্যাভো জানিয়েছেন, যে কোনও ফর্ম্যাটেই এটি আমার সেরা ইনিংস।এটা একেবারেই স্পেশ্যাল একটা ইনিংস। ৫০ রান করার পরও আমি ব্যাট তুলিনি। জানতাম যে, আমার কাজটা শেষ হয়নি। শেষপর্যন্ত থেকে দলতে জেতানোর ওপরই লক্ষ্য ছিল। শেষ ওভারের আগের ওভারের শেষ বলে আউট হয়ে হতাশ লাগছিল। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি।