রিও দে জেনেইরো: সময়টা যেন ভাল যাচ্ছে না নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রের (Neymar)। এবার নাইটক্লাবে মারামারি করার অভিযোগ উঠল ব্রাজিলের (Brazil Football Team) মহাতারকার বিরুদ্ধে!
নেমার মানেই যেন বিতর্ক। মাঠের বাইরে তাঁর আচরণ প্রায়শই বিতর্ক উস্কে দিয়েছে। সাম্প্রতিক সময়ে নানা নেতিবাচক কারণে উঠে এসেছেন খবরের শিরোনামে।
ফুটবল মরশুম শেষ। বেশিরভাগ তারকাই আপাতত ছুটির মেজাজে। দেশে ফিরেছেন ব্রাজিলীয় তারকা নেমার। সেখানেই ঝামেলায় জড়িয়ে পড়েছেন তিনি। রিও দে জেনেইরোতে নাইট ক্লাবে ঝামেলায় জড়িয়ে পড়েছেন তিনি, খবর ব্রাজিলেয়র সংবাদমাধ্যমের।
কী হয়েছিল? একটি মিউজিক কনসার্টে উপস্থিত হয়েছিলেন নেমার। ব্রাজিলীয় শিল্পী থিয়াগিনহোর কনসার্টে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর অন্তঃসত্ত্বা বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। সেই কনসার্টে অপর এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। প্রথমে প্রচণ্ড চেঁচামেচি হয়। তারপর শুরু হয় হাতাহাতি। একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে শুরু করেন। নাইট ক্লাবের নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করতে বাধ্য হন। ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, গোটা ঘটনার পরে নেমার জনসমক্ষে তাঁর অন্তঃসত্ত্বা বান্ধবীর কাছে ক্ষমা চান।
দিনকয়েক আগেই বিতর্কে জড়িয়েছিলেন নেমার। ব্রাজিলের উপকূলবর্তী শহর মাঙ্গারাতিবায় ১০ হাজার বর্গমিটারের একটি বাড়ি রয়েছে নেমারের। সেখানেই একটি কৃত্রিম হ্রদ তৈরি করে সমস্যায় পড়েছেন তিনি। এই হ্রদ তিনি বেআইনি ভাবে তৈরি করেছেন বলে স্থানীয় প্রশাসন দাবি করেছে। যে কারণে বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে।
২০১৭ সালে বার্সেলোনা থেকে প্যারিস সঁ জরমঁ-তে যোগ দেন নেমার। তার পর থেকেই নানা সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। সম্প্রতি জল্পনা চলছিল, পিএসজি ছেড়ে নাকি তিনি ফের যোগ দিতে পারেন বার্সেলোনাতে! ৩১ বছর বয়সী নেমারকে পেতে আগ্রহী বেশ কিছু প্রিমিয়র লিগের ক্লাবও। কোনও কোনও মহলের দাবি, লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবল খেলতে দেখা যেতে পারে নেমারকেও। যদিও ব্রাজিলীয় তারকা নিজে এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন।
আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! কমনওয়েলথ গেমসে সোনাজয়ীর প্যারিস অলিম্পিক্সে নামার স্বপ্ন কার্যত শেষ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন